For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘মা’-এর সরকারের ‘ফাঁদে’ ভারতী, ইস্তফা ঝুলিয়ে বিভাগীয় তদন্তের নির্দেশ রাজ্যের

‘মা’-এর সরকারই তাঁকে বিপাকে ফেলে দিল। ভারতী ঘোষের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিল রাজ্য সরকার।

Google Oneindia Bengali News

একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে 'জঙ্গলমহলের মা' বলে সম্বোধন করেছিলেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ভারতী ঘোষ। এবার সেই 'মা'-এর সরকারই তাঁকে বিপাকে ফেলে দিল। এবার ভারতী ঘোষের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিল রাজ্য সরকার। তাঁর পদত্যাগপত্র ও ছুটির আবেদন নিয়েও এখনও সিদ্ধান্ত নেয়নি রাজ্য।

‘মা’-এর সরকারের ‘ফাঁদে’ ভারতী, ইস্তফা ঝুলিয়ে বিভাগীয় তদন্তের নির্দেশ রাজ্যের

[আরও পড়ুন:বিজেপিকে ভয় পেয়েই অস্ত্র মিছিলে নিষেধাজ্ঞা! তৃণমূলের বিরুদ্ধে মামলার হুমকি দিলীপের][আরও পড়ুন:বিজেপিকে ভয় পেয়েই অস্ত্র মিছিলে নিষেধাজ্ঞা! তৃণমূলের বিরুদ্ধে মামলার হুমকি দিলীপের]

রাজ্যের প্রশাসনিক মহলে প্রশ্ন উঠেছে ভারতীয় ভূমিকা নিয়ে। তিনি কী করে আবেদন মঞ্জুর না হওয়া সত্ত্বেও ছুটিতে চলে গেলেন, তা নিয়েই এখন প্রশ্ন উঠে পড়েছে। উল্লেখ্য, সবং নির্বাচনের পর পশ্চিম মেদিনীপুর সুপারের পদ থেকে ভারতী ঘোষকে বদলি করে দেওয়া হয় ব্যারাকপুর তৃতীয় ব্যাটেলিয়নে। পরদিনই তিনি চাকরি থেকে ইস্তফা দেন চাকরি থেকে। এবং একইসঙ্গে তিনমাস ছুটির আবেদনও করেন।

‘মা’-এর সরকারের ‘ফাঁদে’ ভারতী, ইস্তফা ঝুলিয়ে বিভাগীয় তদন্তের নির্দেশ রাজ্যের

এই দুই সিদ্ধান্ত ঝুলিয়ে রেখে ভারতী ঘোষকে চাপে রাখতে তাঁর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল রাজ্য সরকার। তাঁর বিরুদ্ধে প্রশাসনিক স্তরে বেশ কিছু অভিযোগ উঠেছিল, সেইগুলিরই তদন্ত চাইছে রাজ্য। দুর্নীতির অভিযোগের প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।

ভারতীর বিরুদ্ধে প্রশাসনিক মহলে অভিযোগ ছিল ৮৯ জন কর্মীকে বদলি নিয়ে। সবং বিধানসভার মাস খানেক আগে ভারতী ঘোষ এই বদলির নির্দেশ দিয়েছিলেন। তাঁদের ফের পুরনো ফর্মে ফেরানো হচ্ছে। এছাড়া সবং ভোটে বিজেপির হয়ে কাজ করার অভিযোগ উঠেছিল। দলীয় পর্যায়েও ভারতী ঘোষের বিরুদ্ধে খোঁজ খবর নেওয়া হচ্ছে। তিনি আদৌ বিজেপি ও মুকুল রায়ের হয়ে কাজ করেছেন কি না, তা নিশ্চিত হতে চাইছে তৃণমূল। এ জন্য ভারতীয় ঘনিষ্ঠ পুলিশ অফিসারদের বিরুদ্ধেও খোঁজখবর নেওয়ার কাজ চলছে।

[আরও পড়ুন:বিজেপির যোগদান কর্মসূচিতে বাধা তৃণমূলের! মুকুল রায়ের সভার আগেই উধাও মঞ্চ][আরও পড়ুন:বিজেপির যোগদান কর্মসূচিতে বাধা তৃণমূলের! মুকুল রায়ের সভার আগেই উধাও মঞ্চ]

English summary
State government orders divisional investigation against IPS officer Bharati Ghosh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X