For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর রিপোর্টে এগিয়ে মমতা! ২০১৯ লোকসভার আগে কেন্দ্রের ডেটায় বিপাকে বিজেপি

মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা কর্মসংস্থানে এগিয়ে- এমন দাবি তৃণমূল কংগ্রেস সর্বদাই করে থাকে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এ দাবি এবার প্রতিফলিত হল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের রিপোর্টেও।

  • |
Google Oneindia Bengali News

মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা কর্মসংস্থানে এগিয়ে- এমন দাবি তৃণমূল কংগ্রেস সর্বদাই করে থাকে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এ দাবি এবার প্রতিফলিত হল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের রিপোর্টেও। আবার মোদীর রিপোর্টে সেরার তকমা পেল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা। কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের এক রিপোর্টে উল্লেখ করা হয়েছে বাংলায় কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে। গত ১১ মাসের নিরিখে বাংলার সমস্ত ক্ষেত্রেই কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে বলে রিপোর্টে প্রকাশ।

মোদীর রিপোর্টে এগিয়ে মমতা! ২০১৯ লোকসভার আগে কেন্দ্রের ডেটায় বিপাকে বিজেপি

কেন্দ্রের শ্রমমন্ত্রকের কর্মচারী ভবিষ্যনিধি সংগঠনের পে-রোল ডেটা সম্প্রতি প্রকাশিত হয়েছে। লোকসভা ভোট যেহেতু সামনেই, মোদী সরকার সিদ্ধান্ত নিয়ে প্রতি মাসেই পে-রোল ডেটা প্রকাশ করা হয়েছে। সেই রিপোর্টে বাংলায় কর্মসংস্থান বৃদ্ধি নিয়ে আশাব্যঞ্জক তথ্য উঠে এসেছে। রিপোর্ট মোতাবেক, কর্মসংস্থানের পরিমাণ বৃদ্ধির নিরিখে পশ্চিমবঙ্গ প্রথম দশে রয়েছে।

[আরও পড়ুন: 'মুণ্ডু চাই' পোস্টারের পর শুভেন্দু-দিব্যেন্দুকে 'দাঙ্গাবাজ' তকমা! ফেসবুক-পোস্টে শ্রীঘরে যুবক][আরও পড়ুন: 'মুণ্ডু চাই' পোস্টারের পর শুভেন্দু-দিব্যেন্দুকে 'দাঙ্গাবাজ' তকমা! ফেসবুক-পোস্টে শ্রীঘরে যুবক]

বিগত ১১ মাসের নিরিখে পশ্চিমবঙ্গে পাঁচটি ধাপেই কর্মসংস্থানের হার বৃদ্ধি পেয়েছে। এই রিপোর্ট অনুযায়ী গত সেপ্টেম্বরে ১৮ থেকে ২১ বছর বয়সিদের ক্ষেত্রে কর্মসংস্থান ছিল ৩ হাজার ৯০২। এবার জুলাইয়ে সেই সংখ্যা বেড়ে হয়েছে ৬ হাজার ৭৯৬। এভাবে প্রতি স্তরেই কর্মসংস্থানের হার বেড়েছে। কোনও স্তরেই তা কমেনি।

[আরও পড়ুন:অমিত শাহের বিরুদ্ধে জনতার দরবারে অভিষেক! নেওয়া হচ্ছে অভিনব পরিকল্পনা][আরও পড়ুন:অমিত শাহের বিরুদ্ধে জনতার দরবারে অভিষেক! নেওয়া হচ্ছে অভিনব পরিকল্পনা]

এই রিপোর্ট যেহেতু রাজ্য সরকারের নয়, কেন্দ্রীয় সরকারের, তা আসন্ন লোকসভা ভোটের প্রচারে ইস্যু হবে। তৃণমূল মোদী সরকারের এই রিপোর্ট তুলে ধরেই প্রচারে ঝড় তুলবে। তেমনই একইভাবে বাংলা বিজেপির কাছে এই রিপোর্ট ধাক্কা। মোদী সরকারের রিপোর্টের বিরুদ্ধে তো আর বিজেপি কথা বলতে পারবে না। ফলে কর্মসংস্থানে ব্যর্থ মমতার সরকার, তা অন্তত বলতে পারবে না বিজেপি।

[আরও পড়ুন:মমতার দলের 'গোষ্ঠীদ্বন্দ্ব'-এ পুড়ল মন্ত্রীর ছবি! জুটল জুতোর মালাও][আরও পড়ুন:মমতার দলের 'গোষ্ঠীদ্বন্দ্ব'-এ পুড়ল মন্ত্রীর ছবি! জুটল জুতোর মালাও]

English summary
Mamata Banerjee’s Bengal is advance in employment according to Modi government report. BJP is now trouble for campaigning in Loksabha Election 2019,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X