For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিভেদের রাজনীতি চলবে না বঙ্গে, অমিত শাহকে পাল্টা হুঁশিয়ারি মমতার

রাজ্যে এসেই এনআরসি চালুর হুঙ্কার দিয়েছেন বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মমতা সরকারকে রীতিমত চ্যালেঞ্জ জানিয়ে অমিত শাহ বলেছেন বাংলায় এনআরসি কেউ আটকাতে পারবে না।

Google Oneindia Bengali News

রাজ্যে এসেই এনআরসি চালুর হুঙ্কার দিয়েছেন বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মমতা সরকারকে রীতিমত চ্যালেঞ্জ জানিয়ে অমিত শাহ বলেছেন বাংলায় এনআরসি কেউ আটকাতে পারবে না। অমিত শাহের এই হুঁশিয়ারি পাল্টা হুঙ্কার দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহকে পাল্টা আক্রমণ করে মমতা বলেছেন, বাংলায় বিভেদের রাজনীতি চলবে না।

 বিভেদের রাজনীতি চলবে না বঙ্গে, অমিত শাহকে পাল্টা হুঁশিয়ারি

মমতা এদিন বলেছেন বাংলা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। এখানে সব ধর্ম একসঙ্গে শান্তি এবং সহাবস্থানে থাকে। দুর্গাপুজোর মতো বড় উ‌ৎসবে সব ধর্ম একসঙ্গে আনন্দে মাতে। এটাই বাংলার ঐতিহ্য। এটাই বাংলার বিশেষত্ব।
অমিত শাহকে আক্রমণ করে মমতা বলেছেন, সকলেরই এই রাজ্যে আসার আধিকার আছে। কিন্তু রাজ্যে এসে কেউ বিভেদের রাজনীতি করবেন সেটা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। কারণ এই বিভেদের রাজনীতি চলবে না রাজ্যে। অসমে এনআরসি চালুর পর থেকে গত কয়েক মাস ধরেই পশ্চিমবঙ্গে এনআরসি চালু নিয়ে শোরগোল শুরু করেছে বিজেপি। বার বারই বিজেপির এই দাবিকে উড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রাজ্যবাসীকে আস্বস্ত করে বলেছেন তিনি বেঁচে থাকতে রাজ্যে এনআরসি হতে দেবেন না।

English summary
Mamata cautioned the people of the state against divisive politics
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X