For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছুটির মেয়াদ বাড়াচ্ছে মমতার সরকার! রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ফের সুখবর

বর্ষা শুরু হতেই জল-যন্ত্রণা শুরু হয়েছে কলকাতাজুড়ে। বৃহত্তর কলকাতার অংশ দক্ষিণ ২৪ পরগনার বেহালায় জল-যন্ত্রণা তীব্র আকার নিয়েছে। জল জমা আর বেহাল রাস্তার নিয়ে চরম ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়।

Google Oneindia Bengali News

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও একটি সুখবর অপেক্ষা করে আছে। শীঘ্রই রাজ্য সরকারে কর্মচারী সংগঠনের দাবি মেনে নিয়ে বাড়তি ছুটি মঞ্জুর করতে পারেন। পিতৃত্বকালীন ছুটিবৃদ্ধির যে আবেদন রেখেছে সরকারি সংগঠনগুলি, সেই প্রস্তাব বিবেচনা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। শীঘ্রই এই প্রস্তাবে মান্যতা পড়তে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

ছুটির মেয়াদ বাড়াচ্ছে মমতার সরকার! রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ফের সুখবর

রাজ্যে পিতৃত্বকালীন ছুটি বৃদ্ধির যে প্রস্তাব সংগঠনের তরফে করা হয়েছে, তাতে উল্লেখ করা হয়েছে- এই ছুটির মেয়াদ বাড়িয়ে ৪৫ দিন করতে হবে। বর্তমানে সন্তানব জন্মের পর পিতৃত্বকালীন ছুটি দেওয়া হয় ৩০ দিন। এই ছুটি পান বাবারা। কিন্তু এই প্রস্তাব-নামায় বলা হয়েছে বাবারা যদি কর্মসূত্রে অনেক দূরে থাকেন, তবে স্ত্রীর কাছে যে আত্মীয় থাকছেন, তিনি যদি সরকারি কর্মচারী হন, তবে তাঁকে এই ছুটি দেওয়ার আর্জি জানানো হয়।

[আরও পড়ুন: 'এনকাউন্টারে'র পর বদলার বার্তা, হাসপাতালে 'টিএমসি-রেজিস্টার' খুলতে বললেন বিজেপি নেতা][আরও পড়ুন: 'এনকাউন্টারে'র পর বদলার বার্তা, হাসপাতালে 'টিএমসি-রেজিস্টার' খুলতে বললেন বিজেপি নেতা]

আবার স্ত্রী ছাড়াও বাড়ির অন্য কেউ যেমন- বোন, দিদি, মেয়ে যদি সন্তানসম্ভবা হয়, তাঁরা যদি ওই ব্যক্তির উপরই নির্ভরশীল হয়, তবে উপযুক্ত কারণ দেখে তাঁর জন্যও এই ছুটি মঞ্জুর করার আবেদন করা হয়েছে। শীঘ্রই এই প্রস্তাবকে যাতে মান্যতা দেওয়া হয়, সেই আর্জি রাখা হয়েছে সরকারের কাছে। সরকার বিবেচনা করার আশ্বাস দিয়েছে। শীঘ্রই তা মান্যতা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

[আরও পড়ুন:চিঠি পেতেই চরম ক্ষুব্ধ মমতার ফোন শোভনকে, কড়া দাওয়াই দিতেই ফিরল সম্বিত ][আরও পড়ুন:চিঠি পেতেই চরম ক্ষুব্ধ মমতার ফোন শোভনকে, কড়া দাওয়াই দিতেই ফিরল সম্বিত ]

English summary
Mamata Banrerrjee’s government can extend the paternal leave. State government employee organization proposed this
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X