For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমজনতা গচ্ছিত ধন নিয়ে শঙ্কায়! আর্থিক নিরাপত্তার প্রশ্নে মোদীকে খোলা চিঠি মমতার

বিপুল সংখ্যক আম জনতার প্রভিডেন্ট ফান্ড ও পেনশনের টাকা নিয়ে অনিশ্চয়তার কালো মেঘ দেখা দিয়েছে। এই অবস্থায় আম জনতার পাশে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

  • |
Google Oneindia Bengali News

বিপুল সংখ্যক আম জনতার প্রভিডেন্ট ফান্ড ও পেনশনের টাকা নিয়ে অনিশ্চয়তার কালো মেঘ দেখা দিয়েছে। এই অবস্থায় আম জনতার পাশে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তিনি লেখেন, সাধারণ মানুষের সঞ্চয়ের টাকা অপব্যবহারের বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নিতে হবে। এবং এই মর্মে উচ্চস্তরের নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত শুরু করতে হবে।

আমজনতা গচ্ছিত ধন নিয়ে শঙ্কায়! আর্থিক নিরাপত্তার প্রশ্নে মোদীকে খোলা চিঠি মমতার

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লিখেছেন আইএল অ্যান্ড এফএস ফিয়াসকোর কারণেই সাধারণ জনগণের জীবনে সঞ্চয়ের টাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যে আর্থিক অসহায়তা এবং অপব্যবহার চলছে, তার অবসান হওয়া দরকার। সেই কারণেই উচ্চতর নিরপেক্ষ তদন্ত করে এর সমাধান সূত্র বের করতে হবে।

[আরও পড়ুন: মমতার এক এক অভিযোগ তুড়ি মেরে ওড়ালেন দিলীপ, বললেন আরএসএস ঠিক করেছে][আরও পড়ুন: মমতার এক এক অভিযোগ তুড়ি মেরে ওড়ালেন দিলীপ, বললেন আরএসএস ঠিক করেছে]

অভিযোগ, মধ্যবিত্তের পেনশন ও প্রবিডেন্ট ফান্ডের টাকা নিয়ে এমন সংস্থায় খাটানো হচ্ছে যে, সেইসমস্ত সংস্থা গলা পর্যন্ত ঋণে ডুবে রয়েছে। এর জন্য প্রায় ১৪ লক্ষ চাকুরিজীবী বঞ্চিত হতে পারেন। তাঁদের পেনশন ও প্রভিডেন্ট ফান্ডের তহবিল থেকে প্রায় ২০ হাজার কোটি টাকা খোয়া যেতে পারে। এই আশঙ্কা থেকেই ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলেট ট্রাইবুনালের হস্তক্ষেপ দাবি করা হয়েছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় মধ্যবিত্তদের এই সমস্যা নিয়ে কেন্দ্রকে চিঠি লিখলেন।

[আরও পড়ুন: মুর্শিদাবাদে হাওয়া কেড়েছেন অধীর! তাই তৃণমূলের 'মিনি ব্রিগেড', কটাক্ষ মনোজের][আরও পড়ুন: মুর্শিদাবাদে হাওয়া কেড়েছেন অধীর! তাই তৃণমূলের 'মিনি ব্রিগেড', কটাক্ষ মনোজের]

English summary
Bengal Chief Minister Mamata Banerjee writes a letter to Narendra Modi on the sordid affairs of financial impropriety. She writes to initiate a high level impartial and independent probe,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X