For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর সরকারকে চিঠি মমতার, নিট পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে কী লিখলেন তিনি

নিটের প্রশ্নপত্র বিলি নিয়ে চরম ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী চিঠি লিখলেন কেন্দ্রকে। তিনি অভিযোগ তুলেছেন নিটের পরীক্ষা বাংলা প্রশ্নপত্রের বিলি সংক্রান্ত অনিয়ম নিয়ে।

Google Oneindia Bengali News

নিটের প্রশ্নপত্র বিলি নিয়ে চরম ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী চিঠি লিখলেন কেন্দ্রকে। তিনি অভিযোগ তুলেছেন নিটের পরীক্ষা বাংলা প্রশ্নপত্রের বিলি সংক্রান্ত অনিয়ম নিয়ে। সেইসঙ্গে দাবি করেছেন সব প্রশ্নপত্র বাংলা ভাষায় করার। বহু বাংলা মাধ্যমের স্কুল বাংলা প্রশ্নপত্র পায়নি। তাই সমস্যার পড়েন পরীক্ষার্থীরা।

মোদীর সরকারকে চিঠি মমতার, নিট পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে কী লিখলেন তিনি

[আরও পড়ুন:গ্রেফতার নয় মুকুল রায়কে, তবে ভোটের আগে পুলিশি-জেরার মুখে পড়তে চলেছেন তিনি][আরও পড়ুন:গ্রেফতার নয় মুকুল রায়কে, তবে ভোটের আগে পুলিশি-জেরার মুখে পড়তে চলেছেন তিনি]

সেই কারণেই কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে তিনি সরাসরি চিঠি লিখলেন। তিনি সেই চিঠি কেন্দ্রীয় সরকারের মানবসম্পদ উন্নয়নমন্ত্রককে পাঠিয়েও দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, রাজ্যের বহু স্কুল বাংলায় প্রশ্নপত্র পায়নি। বাংলা মাধ্যমের ছাত্রীদের জোর করে ইংরেজি ও হিন্দিতে পরীক্ষা দিতে বাধ্য করা হয়েছে।

উল্লেখ্য, রবিবার ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট বা নিট পরীক্ষা হয়। সেই পরীক্ষায় নানা অনিয়ম ধরা পড়ে। শুধু বাংলায় প্রশ্নপত্র নিয়ে সমস্যা নয়, কাশীপুর কেন্দ্রে ৮৩টি প্রশ্নপত্র কম আসে। ফলে প্রশ্নপত্র জেরক্স করে দিতে হয় পরীক্ষার্থীদের।
এই নিয়ে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভড়েকরকে চিঠি লেখেন মমতা। চিঠিতে তিনি কাশীপুর সেন্ট্রাল স্কুল ছাড়া কোন্নগরের একটি স্কুলের ঘটনা উল্লেখ করেন। তিনি ক্ষতিগ্রস্থ পরীক্ষার্থীদের পুনরায় পরীক্ষা নেওয়ার আবেদন জানান।

মমতা বলেন, গত বছরও একই ধরনের সমস্যা হয়েছিল। সেবার অভিযোগ জানানোর পর মানবসম্পদমন্ত্রক আশ্বাস দিয়েছিল, পরবর্তী সময়ে এই সমস্যা আর হবে না। কিন্তু বর্তমান বছরেই ফের সমস্যা দেখা দিল একইরকম। প্রয়োজনে রাজ্য সরকার সিবিএসই বোর্ডের সঙ্গে সমন্বয় বজায় রেখে কাজ করতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।

English summary
Bengal CM Mamata Banerjee writes a letter to Modi’s Government about NEET question. She writes examinees are faced very much problem to give examine
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X