For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টার্গেট ’১৯-এ পঞ্চায়েতের প্রচারে নেই মমতা! তবে দলনেত্রীর অভাব ঢাকতে মুখ কে

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখ এখন ২০১৯-এ। তাই তিনি এবার রাজ্যে পঞ্চায়েতের ভোটপ্রচারে দলের প্রধান মুখ হচ্ছেন না।

Google Oneindia Bengali News

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখ এখন ২০১৯-এ। তাই তিনি এবার রাজ্যে পঞ্চায়েতের ভোটপ্রচারে দলের প্রধান মুখ হচ্ছেন না। দলের নির্বাচনী দায়িত্ব এবার তিনি সঁপে দিচ্ছেন দলের দুই যুবনেতার হাতেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে তাঁরা এবারও জয় ছিনিয়ে আনবেন বলে বিশ্বাস তৃণমূলের রাজ্য নেতৃত্বের।

টার্গেট ’১৯-এ পঞ্চায়েতের প্রচারে নেই মমতা! তবে দলনেত্রীর অভাব ঢাকতে মুখ কে

[আরও পড়ুন:থানার লক-আপে মধুমিতার আত্মহত্যার চেষ্টা, পুলিশকে কাঠগড়ায় তুলল এপিডিআর][আরও পড়ুন:থানার লক-আপে মধুমিতার আত্মহত্যার চেষ্টা, পুলিশকে কাঠগড়ায় তুলল এপিডিআর]

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই আভাস দিয়েছিলেন এমনটা। তিনি প্রকাশ্য সভাতেই বলেছিলেন, পঞ্চায়েত ভোটটা আপনারা করুন, আমি ২০১৯-এর ভোটটা করব। সেইমতোই তৃণমূল কংগ্রেস আসন্ন পঞ্চায়েত ভোটের পরিকল্পনা কষেছিল। নতুন করে পঞ্চায়েত ভোট প্রক্রিয়া শুরু হওয়ার পর ফের সেইরকমই ইঙ্গিত মিলল তৃণমূলের পক্ষ থেকে।

পঞ্চায়েতের প্রচারে সামনে থাকবেন না দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলনেত্রীর সেই অভাব কি পূরণ করতে পারবেন দলের অন্যান্য নেতারা। মূলত যাঁদের উপর এবার পঞ্চায়েতের ভোট প্রচারের দায়িত্ব বর্তাচ্ছে, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীরা আত্মবিশ্বাসী সাফল্যের ব্যাপারে। তাঁদের মতে, সারা রাজ্যজুড়ে যেভাবে উন্নয়নমূলক কাজ হয়েছে, সেই উন্নয়নের নিরিখেই তাঁরা জয়ী হবেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন থেকেই পাখির চোখ করছেন ২০১৯-এর লোকসভা নির্বাচনকে। পঞ্চায়েত নির্বাচন নিয়ে জটিলতা শুরু হওয়ায় মুখ্যমন্ত্রী তাঁর চেন্নাই সফর বাতিল করেছিলেন। এবার সেই জটিলতা কেটে যাওয়ার পর রাজ্যে যখন ভোট প্রক্রিয়া ফের শুরু হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার পুরনো পরিকল্পনা মতোই দিল্লির রাজনীতিতে মনোনিবেশ করছেন।

আর রাজ্যে পঞ্চায়েতে নির্বাচনের প্রচারে প্রধান মুখ করা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর মতো নেতাদের। তাঁদের উপরই নির্ভর করে তৃণমূল নেত্রী নিশ্চিন্ত বলেই মনে করছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল শীর্ষ নেতৃত্ব মনে করে বিরোধী দলগুলি জনসমর্থন হারিয়ে ফেলেছে। রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জোয়ারে সবাই ছত্রভঙ্গ। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় আড়ালে থেকে এগিয়ে দিচ্ছেন তাঁর দলের ভবিষ্যৎ নেতৃত্বকে।

মনোনয়ন পর্ব মিটে যাওয়ার পরই তাঁদের নেতৃত্বে তৃণমূল রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে নামবে জোরকদমে। আর মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৯-এ দেশ থেকে বিজেপিকে হটানোর ঘুঁটি সাজাবেন।

[আরও পড়ুন:মনোনয়ন সত্ত্বেও অনিশ্চিত পঞ্চায়েত নির্বাচন! আলোর রেখা কি পাবে রাজ্য-কমিশন ][আরও পড়ুন:মনোনয়ন সত্ত্বেও অনিশ্চিত পঞ্চায়েত নির্বাচন! আলোর রেখা কি পাবে রাজ্য-কমিশন ]

English summary
Mamata Banerjee will not be the face of the TMC in panchayat election. Now Avishek and Shuvendu will be face of TMC,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X