For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার মমতার হাতে উঠছে স্যাটেলাইট ফোন! নিরন্তর যোগাযোগে নয়া ব্যবস্থা গড়ছে রাজ্য

এবার থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকবে স্যাটেলাইট ফোন। নবান্নের তরফে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জরুরি সময়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখার জন্যই এই ব্যবস্থা।

Google Oneindia Bengali News

এবার থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকবে স্যাটেলাইট ফোন। নবান্নের তরফে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জরুরি সময়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখার জন্যই এই ব্যবস্থা কার্যকর করা হচ্ছে। এমনকী শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের হাতেই নয়, এবার থেকে স্যাটেলাইন ফোন থাকবে মুখ্যসচিব-স্বরাষ্ট্রসতিবের হাতেও।

মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকছে স্যাটেলাইট ফোন! নিরন্তর যোগাযোগে নয়া ব্যবস্থা

প্রকৃতিক দুর্যোদের সময় যোগাযোগ ব্যবস্থা একেবারেই ভেঙে পড়ে। তখন স্যাটেলাইট ফোন ছাড়া উপায় থাকে না যোগাযোগের ক্ষেত্রে। সেই কথা চিন্তা করেই সময়ে সময়ে জেলাশাসকদের হাতেও তুলে দেওয়া হবে এই স্যাটেলাইট ফোন। সম্প্রতি রাজ্য প্রশাসন ১৬টি স্যাটেলাইট ফোন কিনেছে। গঙ্গাসাগর মেলায় এই ফোন ব্যবহার করে সাফল্য মেলায় স্যাটেলাইট ফোন কেনার সিদ্ধান্ত নেওয়া হয়।

নবান্নের দুর্যোগ মোকাবিলা দফতরে রাখা হয়েছে স্যাটেলাইট ফোন। কিছুদিনের মধ্যেই মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হবে এই ফোন। ফোন তুলে দেওয়া হবে অন্যদেরও নবান্নে ইতিমধ্যেই তৈরি করা হয়েছে দুর্যোগ মোকাবিলা সংক্রান্ত কন্ট্রোল রুম। স্যাটেলাইট ফোনের জন্য তৈরি হয়েছে আলাদা কন্ট্রোল রুম। স্যাটেলাইট ফোন ছাড়াও এই আধুনিক ডিশ অ্যান্টেনা লাগানো হচ্ছে। নিরবিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিপর্যস্ত এলাকা পরিদর্শনে যান, কিন্তু মোবাইল যোগাযোগ ব্যবস্থা সব জায়গায় কাজ করে না। ফলে মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব নয়। তাই এই স্যাটেলাইট ফোনের ব্যবস্থা করা হয়। এবার থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে থাকবে এই ফোন।

English summary
Mamata Banerjee will get the satellite phone to communicate in natural calamities. 16 satellite phones have brought by Nabanna,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X