For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রস্তুতি কোন পর্যায়ে, ব্রিগেড ঘুরে তদারকি নেত্রী মমতার

এদিন বিকেলে তাই ব্রিগেডের মঞ্চ তৈরি ও শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন চলছে তা দেখতে নিজেই চলে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

তিনি শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী নন, তৃণমূল সুপ্রিমোও বটে। ফলে যতই বাকীদের কাঁধে দায়িত্ব সঁপে দেন, তাও তিনি একবার সরেজমিনে তদারকি করতে আসবেন না, তাও আবার হয় নাকি। এদিন বিকেলে তাই ব্রিগেডের মঞ্চ তৈরি ও শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন চলছে তা দেখতে নিজেই চলে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রস্তুতি কোন পর্যায়ে, ব্রিগেড ঘুরে তদারকি নেত্রী মমতার

এদিন নবান্ন থেকে আমলাদের সঙ্গে নিয়ে বিকেলের পরপর ময়দানে চলে আসেন মমতা। পরে সাংবাদিক সম্মেলন করে জানান, সারা দেশ থেকে ভিভিআইপি নেতারা ব্রিগেডে আসছেন। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা যেমন রয়েছেন, তেমনই থাকছেন প্রাক্তন প্রধানমন্ত্রীও। ফলে তাদের নিরাপত্তার বিষয়ে যাতে কোনও ফাঁক না থাকে সেটা খতিয়ে দেখতেই তিনি নিজে এসে ঘুরে গেলেন।

মমতা জানিয়েছেন, শুক্রবার থেকেই অনেক নেতারা কলকাতায় চলে আসছেন। এছাড়া যে নেতারা ব্যক্তিগত কাজ থাকায় শুক্রবার আসছেন না তাঁরা শনিবার সাতসকালে কলকাতায় পৌঁছে যাবেন। এই ব্রিগেড থেকেই বিজেপিকে হটানোর বার্তা দেবেন নেতারা। তাঁরা কী বলেন, সেই বার্তা তিনিও শুনবেন বলে মমতা জানিয়েছেন।

দুপুর ১২টা থেকে ব্রিগেডের সভা শুরু হবে। তার মধ্যে সময় বুঝে সকলকে কথা বলার সময় দেওয়া হবে। সারা দেশের নেতারা বাংলার মাটি থেকে বিজেপি বিদায়ের ডাক দেবেন। আর তা ঘটবে মমতা পৌরহিত্যে। সেটা ভেবেই শনিবারের সমাবেশের দিকে তাকিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী।

English summary
Mamata Banerjee visits brigade ground to see last minute preparations
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X