For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোথায় টিকি বাঁধা রয়েছে মোদীর! নোট বাতিলের বর্ষপূর্তিতে ষড়যন্ত্রের তোপ মমতার

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং নোট বাতিল ইস্যুতে মঙ্গলবারই দ্ব্যর্থহীন ভাষায় বিঁধেছিলেন কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকারকে। মনমোহন সিংয়ের সেই কথা তুলে ধরেই মমতা বলেন, ‘নোট বাতিল আসলে সংগঠিত লুঠ।

  • |
Google Oneindia Bengali News

মনমোহন সিংয়ের কথা তুলে ধরে নোট বাতিল ইস্যুতে ফের কেন্দ্রের মোদী সরকারকে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নোট বাতিলের প্রথম বর্ষপূর্তিতে তিনি মোদী সরকারকে আক্রমণ করে বলেন, 'নোট বাতিল একটা ষড়যন্ত্র। মহম্মদ বিন তুঘলকের কথা ইতিহাসে পড়েছি। এখন সেই তুঘলকি সিদ্ধান্ত নিচ্ছে দেশের সরকারই।'

কোথায় টিকি বাঁধা রয়েছে মোদীর! নোট বাতিলের বর্ষপূর্তিতে ষড়যন্ত্রের তোপ মমতার

[আরও পড়ুন:নোট বাতিলের বর্ষপূর্তিতে এই পরিসংখ্যান বড় ধাক্কা মোদী সরকারের কাছে][আরও পড়ুন:নোট বাতিলের বর্ষপূর্তিতে এই পরিসংখ্যান বড় ধাক্কা মোদী সরকারের কাছে]

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং নোট বাতিল ইস্যুতে মঙ্গলবারই দ্ব্যর্থহীন ভাষায় বিঁধেছিলেন কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকারকে। মনমোহন সিংয়ের সেই কথা তুলে ধরেই মমতা বলেন, 'নোট বাতিল আসলে সংগঠিত লুঠ। তিনি বলেন, প্রথম দিনেই বলেছিলাম মানুষের দুর্দশা বাড়বে। বিগত এক বছরে মানুষের অবস্থা করুণ থেকে করুণতর হয়েছে।'

তিনি বলেন, 'নোট বাতিলে বহু লোক কাজ হারিয়েছেন। শুধু সুরাটে এক লক্ষ বেকার হয়েছেন। টেক্সটাইল থেকে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি ধ্বংসের মুখে দাঁড়িয়ে রয়েছে।' আসলে কালো টাকা সাদা করতেই নোট বাতিল করা হয়েছে বলে অভিযোগ মমতার। নোট বাতিল দেশের আর্থিক বিপর্যয় বলে ব্যাখ্যা করেন তিনি।

তিনি মোদী সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, 'নোট বাতিলের নামে গণতন্ত্র ধ্বংস করা হয়েছে। শুধু তাই নয়, নোট বাতিলের এই সিদ্ধান্তে পর্দার পিছনে কী লুকিয়ে রয়েছে, তার জন্য তদন্ত দরকার। তদন্ত করলেই সঠিক কারণ বেরিয়ে আসবে।' মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, তাহলে কি চিনা সংস্থাকে সাহায্য করতেই নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে?

নরেন্দ্র মোদীকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় আরও প্রশ্ন, 'এটা যদি আচ্ছে দিন হয়, তাহলে বুরা দিন কোনটা? এই সিদ্ধান্ত পরিষ্কার করে দিয়েছে মোদি সরকারের টিকি বাঁধা আছে কারও কাছে। তারপর নোট বাতিলের পর জিএসটি হল গোদের উপর বিষফোঁড়া। তা করে দেশকে আরও রসাতলে পাঠিয়েছে কেন্দ্রের সরকার। আগামী দিনে দেশের অর্থনীতিতে ধ্বংসের মুখে পৌঁছে যাবে। এই সরকারের কোনও জনভিত্তি নেই। শুধু তোষণের রাজনীতি করে দেশকে রসাতলে পাঠাচ্ছে। সাধারণ মানুষের কথা ভাবছে না আদৌ।'

[আরও পড়ুন:নোট বাতিল নিয়ে ভিডিও পোস্ট নরেন্দ্র মোদীর, কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী][আরও পড়ুন:নোট বাতিল নিয়ে ভিডিও পোস্ট নরেন্দ্র মোদীর, কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী]

English summary
Mamata Banerjee targets Narendra Modi in demonetisation Issue. He complains that it is politically conspiracy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X