For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী পারেননি ১৫ বছরে, ২ বছরে মাওবাদী ফিনিশ করেছি! মমতার নিশানা বিজেপিকে

১৫ বছর ক্ষমতায় থেকেও মাওবাদী সমস্যার সমাধান করতে পারেনি নরেন্দ্র মোদীর দল। বাংলার উদাহারণ তুলে ধরে বিজেপিকে একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

১৫ বছর ক্ষমতায় থেকেও মাওবাদী সমস্যার সমাধান করতে পারেনি নরেন্দ্র মোদীর দল। বাংলার উদাহারণ তুলে ধরে বিজেপিকে একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার এক জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠানে মমতা বিজেপি ব্যর্থতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন আবার। তিনি ছত্তিশগড়ের সঙ্গে তুলনা টানলেন বাংলার। আর জবাব দিলেন মোদীকে।

মমতার প্রশ্ন

মমতার প্রশ্ন

মোদীকে একহাত নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলাকে দেখে শিখুন। মাত্র দুবছরের মধ্যে আমি বাংলা থেকে মাওবাদী সমস্যার সমাধান করে দিয়েছি। কিন্তু আপনারা কী করলেন ১৫ বছর ধরে। মাওবাদী সমস্যার কিঞ্চিৎ সমাধানও করতে পারেননি। আজও সমানে রয়েছে মাওবাদী-ভীতি।

ধোঁকাবাজির সরকার

ধোঁকাবাজির সরকার

বিজেপিকে ধোঁকাবাজ দল আর তাঁদের সরকারকে ধোঁকাবাজির সরকার বলে ব্যাখ্যা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মানুষকে ধোঁকা দিয়ে কেন্দ্রে ক্ষমতায় এসেছিল বিজেপি। সর্বক্ষেত্রে ব্যর্থ। ছত্তিশগড়ে ভোটের দিন আবার একবার প্রমাণিত হল বিজেপির ব্যর্থতা। কী কেন্দ্র, কী রাজ্য- যেখানেই বিজেপি ক্ষমতায়, সেখানেই ধোঁকা।

ভোটের দিনেই মাও-হানা

ভোটের দিনেই মাও-হানা

ভোটের দিন দফায় দফায় গুলির লড়াই চলে মাওবাদীদের সঙ্গে। ভোটগ্রহণ চলাকালীন ছত্তিশগড়ের বীজপুরে নিরাপত্তারক্ষীদের সঙ্গে মাওবাদীদের গুলির লড়াই হয়। সেই গুলির লড়াইয়ে ভীতির সঞ্চার হয় ভোটারদের মধ্যে। আহত হয় দুই কোবরা বাহিনীর জওয়ান। পাঁচ মাওবাদীকে কাবু করতে গিয়ে দিনভর কাউন্টার করতে হয় জওয়ানদের।

ক্ষমতার মোহে

ক্ষমতার মোহে

এরপরও ফলাও করে বিজেপি ক্ষমতার বড়াই করে। কতগুলি রাজ্যে ক্ষমতায় রয়েছে তার জন্য গর্ব করে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ক্ষমতার মোহে মিথ্যার জাল পিছিয়ে গোটা দেশকেই ঠকিয়ে চলেছে মোদী। এর জবাব দেওয়ার সময় এসে গিয়েছে। এবার ক্ষমতা থেকে সরে যেতে হবে।

English summary
Mamata Banerjee targets Narendra Modi and BJP on Maoist finish in state. She says Modi can’t during 15 years, I have done within 2 years.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X