For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যে আলু-সঙ্কট : কৃষি বিপনণ দফতেরর দায়িত্ব নিলেন মুখ্যমন্ত্রী

Google Oneindia Bengali News

রাজ্যে আলু-সঙ্কট : কৃষি বিপনণ দফতেরর দায়িত্ব নিলেন মুখ্যমন্ত্রী
কলকাতা, ৭ নভেম্বর : বাজারে আলু অমিল। আর দেখা মিললে দাম শুনলে চোখ উঠবে কপালে। এমন পরিস্থিতিতে আলুর দাম নিয়ন্ত্রণে এবার কৃষি বিপনণ দফতরের হাল ধরলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্য সরকার ১৩ টাকা দরে আলু বিক্রির নির্দেশ দিলেও বাজারগুলোয় আলু ডুমুরের ফুল। তাই আর কারও উপর ভরসা রাখতে না পেরে মুখ্যমন্ত্রী নিজেই নেমে পড়লেন ড্যামেজ কন্ট্রোলে। কয়েকদিনের জন্য এই দফতরের দায়িত্ব নিলেন নিজের কাঁধেই। বুধবার নবান্নে সাংবাদিকদের সামনে মমতা বলেন, রাজ্যের আলু রাজ্যেই রাখতে হবে। এ রাজ্যের আলু অন্য রাজ্যে বিক্রি করা যাবে না। অরূপ রায়ই এই দফতরের মন্ত্রী থাকবেন। একইসঙ্গে কয়েকদিনের জন্য কৃষি বিপণন দফতর সামলানোর সিদ্ধান্তের কথাও জানিয়ে দেন মমতা।

আলু রপ্তানি বন্ধ প্রসঙ্গে মমতা বলেন, রাজ্যের পরিস্থিতির উন্নতি না হলে আলু রপ্তানি করা সম্ভব নয়। অসম ও ওড়িশার মুখ্যমন্ত্রীকে এবিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে বলেও জানান মমতা।

বুধবার পরিস্থিতি খতিয়ে দেখতে আচমকাই কোলে মার্কেট ও শিয়ালদহ বাজারে হাজির হন মুখ্যমন্ত্রী। কথা বলেন ব্যবসায়ীদের সঙ্গে। সবজি বিক্রেতাদের কাছ থেকে জেনে নেন আলুর পাইকারি দরদাম। কোলে মার্কেটে অবশ্য আলুর সঙ্গে আলু ব্যবসায়ীও অমিল ছিল। এদিনই কোলে মার্কেট থেকে ৩১ বস্তা আলু উদ্ধার করেছে পুলিশ।

বাজার পরিদর্শনের পর আলু ব্যবসায়ীদের বিরুদ্ধে কার্যত তোপ দাগেন মমতা। তাঁর অভিযোগ আলু থাকা সত্ত্বেও কিছু অসাধু ব্যবসায়ী আলু রপ্তানি করছে পুরোদমে। তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি আলুর ফলন বাড়াতে সরকার ন্যায্য দামে আলুবীজ বিক্রি শুরু করবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

English summary
Because of potato scarcity, Mamata Banerjee takes charge of agriulture marketing department.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X