For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর দলের কুৎসা রুখতে সোশাল-যুদ্ধে মমতা, ফেক নিউজে রুখতে কড়া দাওয়াই

সোশাল মিডিয়ায় ফেক নিউজ বা কোনও ফেক ইনফরমেশন বরদাস্ত করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এই মর্মে তিনি দলের নেতা-কর্মীদের সতর্ক থাকতে বললেন।

  • |
Google Oneindia Bengali News

সোশাল মিডিয়ায় ফেক নিউজ বা কোনও ফেক ইনফরমেশন বরদাস্ত করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এই মর্মে তিনি দলের নেতা-কর্মীদের সতর্ক থাকতে বললেন। আরও নির্দেশ দিলেন ডিজিটাল যুগে সোশাল মিডিয়া ফ্রেন্ডলি হয়ে উঠতে। তা না হলে বিপক্ষের মিথ্যার জাল কাটা যাবে না বলে সাফ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

মোদীর দলের কুৎসা রুখতে সোশাল-যুদ্ধে মমতা, ফেক নিউজে রুখতে কড়া দাওয়াই

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ফেসবুক ও অন্যান্য সোশাল মিডিয়াকে হাতিয়ার করে কুৎসা-অপপ্রচার চালানো হচ্ছে। তার জেরে হিংসা বাড়ছে। অবনতি হচ্ছে আইনশৃঙ্খলার। সেই কুৎসার জাল কাটতে হবে। পাল্টা কোনও ফেক ইনফরমেশন বা ফেক নিউজ নয়, সঠিক তথ্য পরিবেশনের মাধ্যমেই ডিজিটাল মিডিয়াকে হাতিয়ার করতে হবে। সঠিক তথ্য দিয়েই বিজেপির মোকাবিলা করার নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।

তিনি মনে করিয়ে দেন, এই মুহূর্তে নির্বাচনে জয়লাভ করতে মূল হাতিয়ার ডিজিটাল মিডিয়া। ডিজিটাল বিপ্লব না আনলে কোনও দলই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে না, তা ইতিমধ্যেই অনুধাবন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই ২০১৯-এর লক্ষ্যে নেতা-কর্মীদের উদ্দেশ্যে নির্দেশ জারি করেছেন। সত্যের পথে সোশাল মিডিয়াকে হাতিয়ার করতে নির্দেশ দিয়েছেন তিনি।

[আরও পড়ুন: ২০১৯-এর লক্ষ্যে 'ডিজিটাল' হচ্ছে তৃণমূল, নেতা-কর্মীদের পাঁচ দফা দাওয়াই মমতার][আরও পড়ুন: ২০১৯-এর লক্ষ্যে 'ডিজিটাল' হচ্ছে তৃণমূল, নেতা-কর্মীদের পাঁচ দফা দাওয়াই মমতার]

মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বকে সাবধান করেছেন, সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবরের রমরমা বাড়ছে। সেগুলিকেও চিহ্নিত করতে হবে। তারপর তা প্রশাসনের নজরে আনা। এবং প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নিতে হবে। নজরুল মঞ্চে আয়োজিত ডিজিটাল কনক্লেভে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কুৎসা-অপপ্রচার মোকাবিলায় কড়া দাওয়াই দিয়েছেন। এবং সোশাল মিডিয়ায় যাঁরা ভালো কাজ করবেন তাঁদের জন্য পুরস্কারের ব্যবস্থাও করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

[আরও পড়ুন: মোদীকে '৪২০' বানিয়ে অঙ্ক-যুদ্ধে বিজয়ী রাহুল, লোকসভার আগে অ্যাডভান্টেজ কংগ্রেস][আরও পড়ুন: মোদীকে '৪২০' বানিয়ে অঙ্ক-যুদ্ধে বিজয়ী রাহুল, লোকসভার আগে অ্যাডভান্টেজ কংগ্রেস]

[আরও পড়ুন: ভেঙেই গেল শোভন-রত্নার সম্পর্ক! কোন শর্তে মিলল রফা, দেখুন একনজরে][আরও পড়ুন: ভেঙেই গেল শোভন-রত্নার সম্পর্ক! কোন শর্তে মিলল রফা, দেখুন একনজরে]

English summary
Mamata Banerjee takes challenge to stop fake news by BJP in social media. She orders to TMC and her administration to be digital friendly.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X