For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯-এর লক্ষ্যে ‘ডিজিটাল’ হচ্ছে তৃণমূল, নেতা-কর্মীদের পাঁচ দফা দাওয়াই মমতার

ডিজিটাল বিপ্লব এসেছে দেশে। সোশাল মিডিয়ার যুগে ক্ষমতার উৎস হল তথ্য। সেই তথ্য পরিবেশনেই বিশেষ গুরুত্ব দিতে হবে। কোনও ফেক ইনফরমেশন বা ফেক নিউজ নয়।

  • |
Google Oneindia Bengali News

ডিজিটাল বিপ্লব এসেছে দেশে। সোশাল মিডিয়ার যুগে ক্ষমতার উৎস হল তথ্য। সেই তথ্য পরিবেশনেই বিশেষ গুরুত্ব দিতে হবে। কোনও ফেক ইনফরমেশন বা ফেক নিউজ নয়, সঠিক তথ্য পরিবেশনের মাধ্যমেই ডিজিটাল মিডিয়াকে হাতিয়ার করতে হবে। সঠিক তথ্য দিয়েই বিজেপির মোকাবিলা করার নির্দেশ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের।

২০১৯-এর লক্ষ্যে ‘ডিজিটাল’ হচ্ছে তৃণমূল, নেতা-কর্মীদের পাঁচ দফা দাওয়াই মমতার

এই মুহূর্তে নির্বাচনে জয়লাভ করতে মূল হাতিয়ার ডিজিটাল মিডিয়া। ডিজিটাল বিপ্লব না আনলে কোনও দলই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে না, তা ইতিমধ্যেই অনুধাবন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই ২০১৯-এর লক্ষ্যে নেতা-কর্মীদের উদ্দেশ্যে নির্দেশ জারি করেছেন। তৃণমূল স্থির করেছে, মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ তো রাখতেই হবে, তার সঙ্গে ফেসবুক বা অন্যান্য সোশাল সাইটেও নানা তথ্য পরিবেশন করতে হবে। লাইক, কমেন্ট, শেয়ার বাড়াতে হবে। মানুষের হাতের মুঠোয় পৌঁছে দিতে হবে সরকারের ইতিবাচক সিদ্ধান্তগুলিকে।

সেইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সাবধান করেছেন, সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবরের রমরমা বাড়ছে। সেগুলিকেও চিহ্নিত করতে হবে। কেননা এই ভুয়ো খবরগুলির জেরে বাড়ছে হিংসা। রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষায় জরুরি এই ভুয়ো খবরগুলিকে চিহ্নিত করে প্রশাসনের নজরে আনা।

মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন দ্বৈত ভূমিকা পালন করছেন। রাজ্যের প্রশাসনকে যেমন সঠিক পথে চালিতে করার লক্ষ্যে স্থির থাকতে হচ্ছে তাঁকে, তেমনই দেশকে মোদীর করালগ্রাস থেকেও রক্ষা করার শপথ নিয়েছেন তিনি। আর এই দুই কাজেই ডিজিটাল মিডিয়ার ব্যবহার এমন একটা পর্যায়ে নিয়ে যেতে চাইছেন, যেখান থেকে অন্তত ১০ শতাংশ ভোট আদায় করা যায়।

[আরও পড়ুন: মোদীকে '৪২০' বানিয়ে অঙ্ক-যুদ্ধে বিজয়ী রাহুল, লোকসভার আগে অ্যাডভান্টেজ কংগ্রেস][আরও পড়ুন: মোদীকে '৪২০' বানিয়ে অঙ্ক-যুদ্ধে বিজয়ী রাহুল, লোকসভার আগে অ্যাডভান্টেজ কংগ্রেস]

নজরুল মঞ্চে আয়োজিত ডিজিটাল কনক্লেভে এই মর্মে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দল ও তাঁর প্রশাসনের উদ্দেশ্যে পাঁচ দফানির্দেশ জারি করেছেন।

  • এক, ভুল তথ্য ব্যবহার করা চলবে না।
  • দুই, ভুয়ো খবর নজরে এলেই পুলিশকে জানাতে হবে।
  • তিন, ফেসবুক ব্যবহার করার ক্ষেত্রে হিন্দি ভাষাতেও জোর দিতে হবে। হিন্দিতে উত্তর দিতে হবে।
  • চার, যাঁরা কাজের লোক, ডিজিটাল মিডিয়ায় পারদর্শী, তাঁদের কাজে লাগাতে হবে।
  • পাঁচ, ভালো কাজ করার জন্য একটি তথ্য ব্যাঙ্ক তৈরি করতে হবে।

সেইসঙ্গে মমতার নির্দেশ, রাজ্যের প্রতি ব্লকে ব্লকে, জেলায় জেলায় তৃণমূলের ডিজিটাল সেলগুলির মধ্যে প্রতিযোগিতা করতে হবে। তাতেই নিজেরাই সমৃদ্ধ হবে। যাঁরা সবথেকে ভালো কাজ করবেন, তাঁদেরকে পুরষ্কৃত করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

English summary
Mamata Banerjee gives five orders to TMC and her administration to be digital friendly. She stands for social media handling to win 2019 Loksabha Election,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X