For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাফালে বিতর্কে সংবাদমাধ্যম ও সাংবাদিকের পাশে মমতা, বিজেপিকে চড়া সুরে আক্রমণ

রাফালে বিতর্কে শীর্ষ আদালতে দাঁড়িয়ে চাঞ্চল্যকর স্বীকারোক্তি করেছেন অ্যাটর্নি জেনারেল। রাফালে নথি চুরি হয়ে গিয়েছে বলে তোপ দাগা হয়েছে সংবাদ মাধ্যমের বিরুদ্ধে।

Google Oneindia Bengali News

রাফালে বিতর্কে শীর্ষ আদালতে দাঁড়িয়ে চাঞ্চল্যকর স্বীকারোক্তি করেছেন অ্যাটর্নি জেনারেল। রাফালে নথি চুরি হয়ে গিয়েছে বলে তোপ দাগা হয়েছে সংবাদ মাধ্যমের বিরুদ্ধে। তাতেই বিরোধীরা নতুন করে অস্ত্র পেয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যম ও সাংবাদিকের স্বাধীনতার পক্ষে সওয়াল করে একহাত নিয়েছেন কেন্দ্রের সরকারকে।

রাফালে বিতর্কে সংবাদমাধ্যম ও সাংবাদিকের পাশে মমতা

তিনি টুইটারে লেখেন- 'গণতন্ত্রের ক্ষেত্রে মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে, আজও তা পালন করে চলেছে। ভারতের সবথেকে সিনিয়র ও সম্মানিত সম্পাদক এন রামকে বিজেপি সরকারের পক্ষ থেকে যে হুমকি দেওয়া হয়েছে, আমি তার চরম নিন্দা জানাচ্ছি। অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে সাংবাদিকদের হুমকি দেওয়ার ঘটনা একটি লজ্জা।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কথা বললেই স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। সংবাদমাধ্যমকে নিজেদের অধীনে চালাতে চাইছে। স্বাধীনতার অধিকারকে নিয়ন্ত্রণ করতে চাইছে। কিন্তু তা কখনই সফল হবে না।

যে রাফালে চুক্তি প্রকাশ করা যাবে না বলে বড়াই করছিল মোদী সরকার। সরকারের ঘর থেকেই তা চুরি হয়ে গিয়েছে বলে এখন স্বীকারোক্তি করা হচ্ছে আদালতে দাঁড়িয়ে। প্রশ্ন ছোঁড়া হচ্ছে সংবাদমাধ্যম ও বিশেষ কয়েকজন সাংবাদিকের দিকে। কিন্তু কী করে বজ্র আঁটুনি স্বত্ত্বেও চুরি গেল নথি, এর দায় কে নেবে, তা নিয়েও প্রশ্ন উঠে পড়েছে। একই মাঝে রাফালে বিতর্কে ফের এক নয়া পর্দা ফাঁস করে দিয়েছেন বরিষ্ঠ সাংবাদিক এন রাম।

English summary
Mamata Banerjee stands for Media and Journalist in Rafale controversy. She strongly counters BJP on India's most senior & respected editors N Ram.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X