For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ট্রাম্পের H1B ভিসা নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রী মমতার

মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন সংক্রান্ত এইচ ১বি ভিসা নীতি নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ২ ফেব্রুয়ারি : মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন সংক্রান্ত এইচ ১বি ভিসা নীতি নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন টুইট করে নিজের মতামত জানিয়েছেন তিনি।[এইচ১-বি ভিসা বিল: মার্কিন মুলুকে দ্বিগুণ হবে নূন্যতম বেতন]

টুইটে মমতা লিখেছেন, এইচ১ বি ভিসা সংক্রান্ত যে খবর সামনে আসছে তা অত্যন্ত উদ্বেগের। আমাদের তথ্য প্রযুক্তি কর্মী ও সংস্থাগুলিকে রক্ষা করা উচিত। তাদের পূর্ণ সমর্থন দেওয়াই আমাদের কর্তব্য।[ট্রাম্পের অভিবাসন নীতি: প্রভাব পড়তে পারে ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীদের ওপর]

ট্রাম্পের H1B ভিসা নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রী মমতার

এখানেই না থেমে মমতা বলেছেন, ভারতে বিশ্বমানের তথ্য প্রযুক্তি কর্মী রয়েছেন। তাদের নিয়ে আমরা গর্বিত। তাদের স্বার্থ সুরক্ষিত করা আশু কর্তব্য বলেই মনে করছেন মমতা। সেজন্য তিনি সমস্ত তথ্য প্রযুক্তি কর্মীদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন।[মার্কিনি চাপের জেরে লস্কর প্রধান হাফিজ সঈদকে গৃহবন্দি করল পাক প্রশাসন]

ঘটনা হল, সরকারে এসেই ট্রাম্প সেদেশে বসবাসকারী মার্কিন জনগণের স্বার্থ সুরক্ষিত করতে এইচ ১বি ভিসা নিয়ে কড়া নীতি গ্রহণ করেছেন। বলা হয়েছে, মার্কিন সংস্থাগুলি বিদেশি কর্মীদের সেদেশে নিয়ে এসে নিয়োগ করলে কমপক্ষে ১ লক্ষ ৩০ হাজার ডলার বেতন দিতে হবে যা আগের বেতনের দ্বিগুণের বেশি।[জিনপিং, পুতিন, নওয়াজ শরিফের আগে কেন মোদীর সঙ্গে কথা বললেন ট্রাম্প?]

মার্কিন হাউস অব রিপ্রেসেন্টেটিভে এই সংক্রান্ত বিল পেশ করা হয়েছে। মনে করা হচ্ছে, এর ফলে মার্কিন মুলুকে ব্যবসা করা কোম্পানিগুলির ভারতীয় কর্মীদের উপরে কোপ পড়বে। কারণ মার্কিন মুলুকে বিদেশ থেকে গিয়ে কাজ করা কর্মীদের একটা বড় অংশ ভারত তথা বাংলার বাসিন্দা।

এই এইচ ১বি ভিসা অভিবাসী হওয়ার জন্য দেওয়া ভিসা নয়। মার্কিন মুলুকে কাজের সূত্রে যাওয়া বিদেশের ব্যক্তিকে এই বিশেষ ভিসা দেওয়া হয়। এর উপরেই এবার কোপ বসিয়েছে ট্রাম্প প্রশাসন। যার বিরোধিতায় এবার সরব বাংলার মুখ্যমন্ত্রী।

English summary
News about H-1B visas is concerning. We must protect our IT companies and professionals and give them full support : Mamata Banerjee
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X