For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'জয় সিয়া রাম' অনুভূতিকে সম্মান করেন! বিজেপিকে আক্রমণ করে নিজের অবস্থান ব্যাখ্যা মমতার

জয় শ্রীরাম নিয়ে নতুন ব্যাখ্যা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্টে বলেন, তিনি জয় সিয়া রাম অনুভূতিকে সম্মান করেন।

Google Oneindia Bengali News

জয় শ্রীরাম নিয়ে নতুন ব্যাখ্যা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্টে বলেন, তিনি 'জয় সিয়া রাম' অনুভূতিকে সম্মান করেন। কিন্তু বিজেপি ধর্মীয় স্লোগানকে রাজনীতি ব্যবহার করছে বলেও অভিযোগ করেছেন তৃণমূল সুপ্রিমো। এইভাবে মানুষকে একবার বোকা বানানো গেলেও বারবার বোকা বানানো যাবে না বলেও জানান তিনি।

'জয় সিয়া রাম অনুভূতিকে সম্মান করেন'

'জয় সিয়া রাম অনুভূতিকে সম্মান করেন'

জয় শ্রীরাম স্লোগান নিয়ে রাজ্য রাজনীতি সরগরম। সেই অনুভূতির সাথী মুখ্যমন্ত্রীও। কিন্তু গত কয়েকদিনের এই স্লোগান রাজনীতি যে তৃণমূলকে ক্রমশই পিছনের দিকে ঠেলে দিচ্ছে, তা বুঝতে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সেই অবস্থান নিয়ে ব্যাখ্যা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। দীর্ঘ এক ফেসবুক পোস্টে এদিন তিনি বলেন, জয় সিয়া রাম, জয় রাম জি কি, রাম নাম সত্য হ্যায়, এইসব অনুভূতিকে সম্মান করেন।

বিজেপির বিরুদ্ধে অভিযোগ

বিজেপির বিরুদ্ধে অভিযোগ

মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি জয় সিয়া রাম, জয় রাম জি কি, রাম নাম সত্য হ্যায় স্লোগানগুলি ধর্মীয়। বিজেপি ধর্মীয় স্লোগানকে ধর্মীয় স্লোগান হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেন তিনি। বাংলার ওপর স্লোগান চাপিয়ে দেওয়ার অভিযোগও করেছেন তিনি।

[আরও পড়ুন:বিজেপিতে মস্তান ঢুকছে! প্রধানমন্ত্রীর বাসভবনে পাল্টা পোস্টকার্ড পাঠানোর হুঁশিয়ারি জ্যোতিপ্রিয়-র][আরও পড়ুন:বিজেপিতে মস্তান ঢুকছে! প্রধানমন্ত্রীর বাসভবনে পাল্টা পোস্টকার্ড পাঠানোর হুঁশিয়ারি জ্যোতিপ্রিয়-র]

বিভ্রান্ত করতেই স্লোগান

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ মানুষকে বিভ্রান্ত করতেই জয় শ্রীরাম স্লোগান দেওয়া হচ্ছে। যা দিয়ে কিছু মানুষকে মাঝে মধ্যে বোকা বানানো গেলেও, সব মানুষকে সব সময় বোকা বানানো যায় না বলে মন্তব্য করেছেন তিনি।

[আরও পড়ুন: যোগাযোগকারী বিধায়ক নিয়ে নতুন সংখ্যা মুকুলের! নিজের তুলনা টানলেন প্রাক্তন নেত্রীর সঙ্গে][আরও পড়ুন: যোগাযোগকারী বিধায়ক নিয়ে নতুন সংখ্যা মুকুলের! নিজের তুলনা টানলেন প্রাক্তন নেত্রীর সঙ্গে]

English summary
Mamata Banerjee's new explanation on Jai Shree Ram slogan issue. BJP is mixing religion and politics alleged Mamata.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X