For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর ছবিতে আপত্তি, বাংলাকে কৃষি-উন্নয়নে সারা দেশে মডেল করার বার্তা মমতার

বাংলার কৃষক উন্নয়ন সারা দেশে মডেল হওয়া উচিত। বিধানসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ ছুড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি রাজ্যে এসে কৃষক কল্যাণ সমাবেশ করে গিয়েছেন মোদী

Google Oneindia Bengali News

বাংলার কৃষক উন্নয়ন সারা দেশে মডেল হওয়া উচিত। বিধানসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ ছুড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি রাজ্যে এসে কৃষক কল্যাণ সমাবেশ করে গিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর সেই সফরকেই খোঁচা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কৃষক-উন্নয়নে বাংলা যা করেছে, আর কোনও সরকার তা করতে পারেনি।

মোদীর ছবিতে আপত্তি, বাংলাকে কৃষি-উন্নয়নে সারা দেশে মডেল করার বার্তা মমতার

শুক্রবার বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা যেভাবে কৃষকদের সাহায্য করেছি, তা অন্য রাজ্যেরও করা উচিত। গোটা দেশে যেখানে ১২ হাজার কৃষক আত্মহত্যা করেছে, সেখানে রাজ্যে একজন কৃষকও আত্মহত্যা করেনি। এখানে কৃষকরা সুখে আছেন। তাঁদের সমস্যা আছে, সেই সমস্যা মেটাতে তাঁর সরকার তৎপর। রাজ্যের তৃণমূল সরকার সাহায্যের হাত বাড়িয়েই রেখেছে কৃষকদের জন্য।

এদিন বিধানসভায় কৃষক আত্মহত্যার প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিশাসিত রাজ্যগুলির দিকেই মূলত আঙুল তুলেছেন। মহারাষ্ট্র, রাজস্থান, মধ্যপ্রদেশে কৃষক আত্মহত্যার ঘটনার কথায় তিনি বার্তা দিয়েছেন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকেও। ঘুরিয়ে কৃষক উন্নয়নে কেন্দ্রকেও বাংলাকে মডেল করার কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী মোদী সরকারে সমালোচনা বলেন, কৃষকদের বিমার টাকা দিচ্ছে রাজ্য সরকার। তাহলে ফর্মে কেন প্রধানমন্ত্রীর ছবি। এই ছবি নিয়ে তীব্র আপত্তি তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অবিলম্বে ফর্ম থেকে ছবি সরানোর বার্তা দিয়েছেন কেন্দ্রীয় সরকারকে।

[আরও পড়ুন: তৃণমূলে থাবায় বিপাকে বিজেপি, জঙ্গলমহলে সংগঠন রক্ষায় পন্থা খুঁজে পাচ্ছেন না দিলীপরা][আরও পড়ুন: তৃণমূলে থাবায় বিপাকে বিজেপি, জঙ্গলমহলে সংগঠন রক্ষায় পন্থা খুঁজে পাচ্ছেন না দিলীপরা]

বিধানসভায় উপস্থিত হয়ে এদিন মুখ্যমন্ত্রী কৃষি ছাড়াও স্বাস্থ্য নিয়েও নিজের সরকারের কাজের প্রশস্তি করেন। সমালোচনা করেন কেন্দ্রর ভুল হেল্থ-পলিসির। বিধানসভায় বনমহোৎসবেও যোগ দেন তিনি। বলেন, প্রতিটি গাছকে শিশুর মতো লালন-পালন করতে হবে। সবুজ-রক্ষার বার্তা দিয়ে তিনি বলেন, শিশুর জন্মের সময় যে গাছ দেওয়া হয়, সেই সবুজ লালনে ভবিষ্যৎও তৈরি হবে।

[আরও পড়ুন:বিজেপিতে ভাঙন অব্যাহত জঙ্গলমহলে, পার্থর হাত ধরে তৃণমূলে ফিরলেন একঝাঁক নেতা ][আরও পড়ুন:বিজেপিতে ভাঙন অব্যাহত জঙ্গলমহলে, পার্থর হাত ধরে তৃণমূলে ফিরলেন একঝাঁক নেতা ]

English summary
Mamata Banerjee gives message to Narendra Modi Bengal is model of Agriculture development. Mamata also protest of Modi’s picture on insurance form,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X