For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতা পুরভোট কবে! আভাস নির্বাচন কমিশনকে লেখা মমতার সরকারের চিঠিতে

কলকাতা পুরভোট কবে! নির্বাচন কমিশনকে মমতার সরকারকে চিঠির পরই জল্পনা

  • |
Google Oneindia Bengali News

একুশের বিধানসভার আগেই কলকাতা পুরসভার ভোট হতে পারে। মঙ্গলবার নির্বাচন কমিশনারকে লেখা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের চিঠিতে সেই আভাস মিলেছে। নির্বাচন কমিশন আবার রাজ্যের সেই বার্তা সুপ্রিম কোর্টকে জানাচ্ছে। সেইসঙ্গে সুপ্রিম কোর্টের কাছে একটা রূপরেখা দিচ্ছে নির্বাচন কমিশন যে, কবে হতে পারে কলকাতা পুরসভার ভোট।

কলকাতা পুরভোট অবিলম্বে করতে হবে, সুপ্রিম নির্দেশ

কলকাতা পুরভোট অবিলম্বে করতে হবে, সুপ্রিম নির্দেশ

করোনা মহামারীর মধ্যে কলকাতা পুরসভার ভোট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। কলকাতা থেকে শুরু করে রাজ্যের শতাধিক পুরসভার ভোটও স্থগিত করে বসানো হয়েছিল প্রশাসক। সপ্তাহখানেক আগে সুপ্রিম কোর্টে জানিয়ে দেয়, কলকাতা পুরভোট অবিলম্বে করতে হবে। অন্যথায় বিকল্প ব্যবস্থা নেবে সু্প্রিম কোর্ট।

ভোটার তালিকা চূড়ান্ত হওয়ার দেড়মাসের মধ্যে ভোট

ভোটার তালিকা চূড়ান্ত হওয়ার দেড়মাসের মধ্যে ভোট

মঙ্গলবার রাজ্য সরকারের চিঠির পর স্পষ্ট হল- মার্চের শেষে হতে পারে কলকাতা পুরভোট। রাজ্যে ভোটার তালিকা প্রকাশ হবে ১৫ জানুয়ারি। তারপর তালিকা পুরভোট উপযোগী করতে নির্বাচন কমিশনের আরও একমাস সময় লাগবে। ভোটার তালিকা চূড়ান্ত হওয়ার দেড়মাসের মধ্যে ভোট হবে বলে সুপ্রিম কোর্টকে জানিয়েছে নির্বাচন কমিশন।

কলকাতা পুরভোটের দামামা বিধানসভা ভোটের আগে

কলকাতা পুরভোটের দামামা বিধানসভা ভোটের আগে

বিহারের বিধানসভা ভোট মিটতেই বাংলার বিধানসভা ভোট নিয়ে আসরে নেমে পড়ে রাজনৈতিক দলগুলি। কিন্তু পুরসভার ভোট নিয়ে কারও কোনও উচ্চবাচ্য ছিল না। এই মর্মে সুপ্রিম কোর্টে কলকাতা পুরসভায় প্রশাসক বসানো নিয়ে মামলা হয়। তবে রাজ্যের অন্যান্য পুরভোট নিয়ে কোনও রায় দেয়নি। রাজনৈতিক ২০২১-এর বিধানসভা ভোট নিয়ে যাবতীয় উত্তেজনার মধ্যেই কলকাতা পুরভোটের দামামা প্রায় বেজে গেল।

চিঠিতে আভাস কলকাতা পুরভোট হতে পারে মার্চের শেষ

চিঠিতে আভাস কলকাতা পুরভোট হতে পারে মার্চের শেষ

৭ ডিসেম্বর সু্প্রিম কোর্ট এক মামলার রায়ে জানিয়েছে, রাজ্য যদি অবিলম্বে ভোটের ব্যবস্থা না করতে পারে তবে সুপ্রিম কোর্ট স্বাধীন প্রশাসক নিয়োগ করবে। কলকাতা পুরসভার ভোট নিয়েই মূলত এই রায় দেয় সুপ্রিম কোর্ট। ১৭ ডিসেম্বরের মধ্যে কলকাতা পুরভোট নিয়ে কী ভাবছে তা জানাতে হবে রাজ্যকে। সেইমতো রাজ্য চিঠি দিয়ে জানাল নির্বাচন কমিশনকে। সেই চিঠিতে আভাস মার্চের শেষ ভোট হতে পারে।

যে যে পদে আছেন সেগুলো ছাড়ুন,শুভেন্দুর বিজেপিতে যোগদানের জল্পনা আরও উস্কে দিলেন অখিলযে যে পদে আছেন সেগুলো ছাড়ুন,শুভেন্দুর বিজেপিতে যোগদানের জল্পনা আরও উস্কে দিলেন অখিল

English summary
Mamata Banerjee’s government writes letter to election Commission about KMC election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X