For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীকে হারিয়ে দিলেন মমতা! ভারতসভায় শ্রেষ্ঠ আসন দখলের 'হ্যাটট্রিক' বাংলার

বাংলা আবার ভারতসভায় শ্রেষ্ঠ আসন নিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা একশো দিনের কাজে সেরার শিরোপা ছিনিয়ে নিল পরপর তিনবার।

  • |
Google Oneindia Bengali News

বাংলা আবার ভারতসভায় শ্রেষ্ঠ আসন নিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা একশো দিনের কাজে সেরার শিরোপা ছিনিয়ে নিল পরপর তিনবার। কেন্দ্রীয় সরকারের রিপোর্টের ভিত্তিতে এবারও পশ্চিমবঙ্গের স্থান রয়েছে সবার উপরে। এর আগে বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের হারিয়ে সেরার সেরা শিরোপা জিতে নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কিছুদিনের মধ্যেই মমতার বাংলা একশো দিনের কাজে সেরার হ্যাটট্রিক করে ফেলল।

মমতার বাংলা আবার ভারতসভায় শ্রেষ্ঠ, সেরার হ্যাটট্রিক

[আরও পড়ুন:২০১৯-এ মোদীর নজরে ২০৮ কেন্দ্র! মমতা-রাহুল জুটিকে হারানোর রণকৌশল তৈরি][আরও পড়ুন:২০১৯-এ মোদীর নজরে ২০৮ কেন্দ্র! মমতা-রাহুল জুটিকে হারানোর রণকৌশল তৈরি]

কেন্দ্রীয় সরকারের রিপোর্টের ভিত্তিতে একশো দিনের কাজের অধীনে বাংলার সংহতি ও জীবনধারা বৃদ্ধির জন্য বাংলা সেরা নির্বাচিত হয়েছে। পর পর তিনবার এই স্বীকৃতি পেল বাংলা। একশো দিনের কর্মপরিকল্পনা কার্যকরে দেশে সবথেকে এগিয়ে পূর্ব বর্ধমান ও কোচবিহার জেলা। একশো দিনের কাজে সেরা হওয়ার পাশাপাশি জল সংরক্ষণেও বাংলা দ্বিতীয় স্থান লাভ করেছে। এই প্রকল্পে এবারই প্রথম সেরা দুয়ের মধ্যে থাকল বাংলা। এটাও একটা পালক বাংলার সাফল্যের মুকুটে।

[আরও পড়ুন: তৃণমূলে 'পারফর্ম'-এ সেরা 'অন্য' মমতা ! বাংলার ৪২-এ একেবারে 'লাস্ট বয়' বিজেপি][আরও পড়ুন: তৃণমূলে 'পারফর্ম'-এ সেরা 'অন্য' মমতা ! বাংলার ৪২-এ একেবারে 'লাস্ট বয়' বিজেপি]

এদিন কেন্দ্রীয় রিপোর্টে প্রকাশ, জেলা হিসেবে ঠেমন পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান ও কোচবিহার সেরা জেলার মর্যাদা পেয়েছে, তেমনই সেরা গ্রাম পঞ্চায়েত হয়েছে নকশালবাড়ি ব্লকের আপার বাগডোডরা গ্রাম পঞ্চায়েত। মমতা বন্দ্যোপাধ্যায় এই পারফরম্যান্সের জন্য সকলকে হার্দিক অভিনন্দন জানিয়েছেন।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সকলের ঐকান্তিক প্রচেষ্টাতেই এই সাফল্য এসেছে। সবাইকে ধন্যবাদ। আমাদের আরও ভালো কাজ করতে হবে। আরও এগিয়ে যেতে হবে। সমস্ত প্রকল্পেই সেরা হতে হবে। প্রমাণ করে দিতে হবে, উন্নয়নের বিকল্প কিছু হয় না।

[আরও পড়ুন: ফের ক্ষমতায় এনডিএই ! কেন্দ্রীয় মন্ত্রীর এমন ভবিষ্যদ্বাণীও 'চিন্তা'য় রাখবে বিজেপিকে][আরও পড়ুন: ফের ক্ষমতায় এনডিএই ! কেন্দ্রীয় মন্ত্রীর এমন ভবিষ্যদ্বাণীও 'চিন্তা'য় রাখবে বিজেপিকে]

English summary
West Bengal is the best in 100 days work. It is consecutive third time that Mamata Banerjee’s Bengal posses first place all over country in 100 days work,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X