For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেকারদের জন্য মমতা-ময়ী উদ্যোগ, পঞ্চায়েতের আগে কর্মসংস্থানের ব্যবস্থা মুখ্যমন্ত্রীর

পঞ্চায়েত ভোটের আগে স্বনিযুক্তি প্রকল্পে গ্রামের বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

ছাত্রীদের জন্য কন্যাশ্রী দিয়েছেন, ছাত্রদের জন্য যুবশ্রী। কিন্তু বেকার যুবকদের জন্য কী দিলেন মুখ্যমন্ত্রী? রাজ্যের গরিব খেটে-খাওয়া মানুষের চলবে কী করে? শুধু কৃষির উপর ভরসা করে যে আর চলে না গ্রাম বাংলার খেটে খাওয়া মানুষের! তাই পঞ্চায়েত ভোটের আগে স্বনিযুক্তি প্রকল্পে গ্রামের বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বেকারদের জন্য মমতা-ময়ী উদ্যোগ, পঞ্চায়েতের আগে কর্মসংস্থানের ব্যবস্থা মুখ্যমন্ত্রীর

[আরও পড়ুন:তৃণমূল বিধায়কের মৃত্যুতে শোকের ছায়া, রাজ্য বিধানসভায় ফের শূন্য আসন][আরও পড়ুন:তৃণমূল বিধায়কের মৃত্যুতে শোকের ছায়া, রাজ্য বিধানসভায় ফের শূন্য আসন]

মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে স্থির হয়েছে- রাজ্য সরকার বোকার যুবকদের ই-রিকশা দেবে। স্বনিযুক্তি প্রকল্প দফতরের পক্ষ থেকে বেকার যুবকদের এই সহায়তা প্রদান করা হবে। এই প্রকল্পে বেকার যুবকদের সহায়তা দেওয়া হবে পরিবেশবান্ধব ই-রিকশা দিয়ে। প্রথম পর্বে ৫০০ ই-রিকশা দেওয়া হবে বলে জানানো হয়েছে দফতরের পক্ষ থেকে। কারা এই ই-রিকশা পাবে, তা নির্ধারণ করার জন্য একটি কমিটিও তৈরি করা হচ্ছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গ্রামীণ পুরুষ ও মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে স্বনির্ভর নানা প্রকল্প হাতে নিয়েছে। মহিলাদের ধান সংগ্রহের কাজে লাগিয়েছে তৃণমূল সরকার। এমনকী শুধু গ্রাম নয়, শহরের মহিলাদেরও এই প্রকল্পে স্বনির্ভর করে তোলার প্রয়াস নিয়েছে সরকার। উল্টোডাঙায় একটি শপিংমল তৈরি করে দেওয়া হচ্ছে মহিলাদের জন্য।

[আরও পড়ুন: মমতাই আদর্শ মুকুলপন্থী সাংসদের! নেতাজি-স্মরণে পদে পদে বোঝাল তাঁর ফেসবুক-বার্তা ][আরও পড়ুন: মমতাই আদর্শ মুকুলপন্থী সাংসদের! নেতাজি-স্মরণে পদে পদে বোঝাল তাঁর ফেসবুক-বার্তা ]

এরপর গ্রামের যুবকদের ই-রিকশা দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। যে সমস্ত কোম্পানি ই-রিকশা বানায়, তাঁদের সঙ্গে কথা চলছে। টেন্ডার করেই সেই অর্ডার দেওয়া হবে। ই-রকিশা খরচের ৩০ শতাংশ দেবে রাজ্য সরকার। মন্ত্রী সাধন পাণ্ডে বলেন, 'আমরা স্বনির্ভর গোষ্ঠীগুলোর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি।'

তিনি জানান, 'আড়াই লক্ষ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণের পর তাঁদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকারই। পঞ্চায়েত স্তরের কমিটিই ঠিক করবে, কারা এই ই-রিকশার জন্য ভর্তুকি পাবে। গ্রামীণ এলাকায় এই ই-রিকশা চালানো হবে। এই ই-রিকশা অনেকটা টোটোর মতো দেখতে হবে। পঞ্চায়েত দফতরের সঙ্গে সমন্বয় রেখেই এই কর্মসংস্থানের ব্যবস্থায় করতে চলেছে স্বনিযুক্তি প্রকল্প দফতর। পঞ্চায়েতের নানা কাজে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের এবং গ্রামের যুবকদের যুক্ত করা হচ্ছে।'

[আরও পড়ুন:মুকুলের পথেই কি তৃণমূল সাংসদ! জল্পনার মাঝেই রাখঢাক না রেখে স্পষ্ট করলেন অবস্থান][আরও পড়ুন:মুকুলের পথেই কি তৃণমূল সাংসদ! জল্পনার মাঝেই রাখঢাক না রেখে স্পষ্ট করলেন অবস্থান]

English summary
Chief Minister Mamata Banerjee provides employment for unemployed youths of village before Panchayet Election,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X