For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার হাতে সমীক্ষা রিপোর্ট! সংখ্যা দিয়ে জানালেন লোকসভা নির্বাচনে বিজেপির ভবিষ্যত

আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি সর্বোচ্চ ২০০ আসন পেতে পারে। এদিন এমনটাই মন্তব্য করলেন তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি সর্বোচ্চ ২০০ আসন পেতে পারে। এদিন এমনটাই মন্তব্য করলেন তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে তিনি কারও পাঠানো হোয়াটসঅ্যাপ ম্যাসেজ পড়ে শোনান। এরই মধ্যে বিজেপির বিপর্যয় হতে পারে বলেও ইঙ্গিত করেছেন। তিনি বলেছেন বিজেপি পেতে পারে সর্বনিম্ন ১৩৫ টি আসন।

দেশের বিভিন্ন অংশে মানুষের মনোভাব বুঝতে বিভিন্ন সংস্থার তরফে ওপিনিয়ন পোলের আয়োজন করা হয়েছে। এক-এক সংস্থার তরফে এক-এক ফল পাওয়া যাচ্ছে। এদিন দাখিল করা তথ্য তাঁর নিজের নয়, বিশেষজ্ঞদের, দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

৬ রাজ্যে বিজেপি পেতে পারে ৫-১০ টি আসন

৬ রাজ্যে বিজেপি পেতে পারে ৫-১০ টি আসন

মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া তথ্য অনুযায়ী, কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ওড়িশা এবং পশ্চিমবঙ্গে ১৯৩ টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে ৫ থেকে ১০ টি আসন। তিনি বলেছেন, ২০১৪-র মোদী ঝড়ে এই রাজ্যগুলি থেকে বিজেপি পেয়েছিল ২১ টি আসন। যার মধ্যে কর্নাটক থেকে পেয়েছিল ১৭ টি আসন। কিন্তু এবার কর্নাটকে ফল ভাল হবে কংগ্রেস ও জেডিএস জোটের। বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেননা, ওই জোটের দখলে ওই রাজ্যের ৫৬ শতাংশ ভোট। আর এবার কোনও মোদী ঝড় নেই। দক্ষিণের রাজ্যে একমাত্র এআইএডিএমকে বাদ দিয়ে কোনও সঙ্গীও নেই। মুখ্যমন্ত্রীর কথায় এআইএডিএমকে দুভাগ হয়ে যাওয়ায় তারা কোনও আসনই পাবে না।

উত্তর প্রদেশে বিজেপির পেতে পারে ২০-২৫ টি আসন

উত্তর প্রদেশে বিজেপির পেতে পারে ২০-২৫ টি আসন

উত্তর প্রদেশে ২০১৪-র নির্বাচনে বিজেপি ৭১ টি আসন পেলেও, এবার ২০ থেকে ২৫ টি আসন পেতে পারে বলে মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেননা এবার সেখানে এসপি, বিএসপি এবং আরএলডির জোট হয়েছে। তিন দলের ভোট শেয়ার ২০১৪-তে মোদীর দলের ভোট শেয়ার থেকে ২ শতাংশ বেশি, বলেছেন মমতা।

রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে বিজেপি পেতে পারে অর্ধেক আসন

রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে বিজেপি পেতে পারে অর্ধেক আসন

রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের ফলাফল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, রাজ্যগুলিতে কয়েকমাস আগেই কংগ্রেস ক্ষমতায় এসেছে। তিন রাজ্যে ৬০টি আসনে মধ্যে বড় জোড় ৩০ টি আসন পেতে পারে বিজেপি।

ওপরের ১১ রাজ্যের ৩৩৩ আসনের মধ্যে বিজেপি পেতে পারে বড়জোড় ৬৫ টি আসন। নিজের কাছে থাকা সমীক্ষা রিপোর্ট পড়ে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাকি থাকা ২০৭ টি
আসনের মধ্যে ২৭১-এ পৌঁছতে গেলে বিজেপিকে জিততে হবে ২০৬ টি আসন। যা কার্যত অসম্ভব। বলেছেন মুখ্যমন্ত্রী।

English summary
Mamata Banerjee Predicts No More Than 200 Seats for BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X