For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কবি প্রণামে বঙ্গ থেকে দেশ, ছবি পোস্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন কিছু মুহূর্ত

রবিকবির কথা বলতে গেলে শ্রদ্ধা এবং নিবেদন শব্দ দুটি অবশ্য়াম্ভাবিভাবে এসে পড়বেই। বলতে গেলে এই দুই শব্দেই তো তাঁর লেখনিকে বারবার অসীমের পারাপারে নিয়ে গিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।

  • By Oneindia Staff
  • |
Google Oneindia Bengali News

রবিকবির কথা বলতে গেলে শ্রদ্ধা এবং নিবেদন শব্দ দুটি অবশ্য়াম্ভাবিভাবে এসে পড়বেই। বলতে গেলে এই দুই শব্দেই তো তাঁর লেখনিকে বারবার অসীমের পারাপারে নিয়ে গিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর তাঁর সেই অসীমের খোঁজে আজও দিকভ্রষ্ট নাবিকের মতো ঘুরে বেড়ায় মনুষ্য সমাজ। শ্রদ্ধা আর নিবেদেন ভরিয়ে তোলে কবিগুরুর জন্মদিন ২৫ বৈশাখকে।

কবি প্রণামে এবার সকাল থেকে রাত পর্যন্ত সামিল হল এপার বাংলা থেকে ওপার বাংলা-সহ তামাম দেশ। তারই কিছু টুকরো টুকরো মুহূর্তে তুলে ধরা হয়েছে এই প্রতিবেদন। যা সংগৃহীত হয়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্ট থেকে। আর এই প্রতিবেদনেক অগ্রভাগে রয়েছেন খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্ট।

মমতা বন্দ্যোপাধ্য়ায়

কলকাতার ক্যাথিড্রাল রোডে এক রবীন্দ্রজয়ন্তীর আয়োজন করা হয়েছিল। তারই কিছু মুহূর্ত ফেসবুকে তাঁর অ্যাকাউন্টে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠানে হাজির ছিলেন দ্বিজেন বন্দ্যোপাধ্যায়ের মতো প্রবাদ-প্রতিম রবীন্দ্রশিল্পীও।

সনম পুরী

যাঁরা ইউটিউবে গান নিয়ে চর্চা করেন তাঁদের কাছে সনম পুরী নামটা অপরিচিত নয়। সোশ্যাল মিডিয়ার সিংগিং সেনসেশন সনম। ২৫-শে বৈশাখের দিন ছিলেন কলকাতায়। হোটেলরুম থেকে ফেসবুকে তিনিও কবিগুরুকে শ্রদ্ধা জানাতে গেয়ে উঠলেন রবীন্দ্র সঙ্গীত।

খোপার রজনীগন্ধায় যেন জেগে উঠল রবীন্দ্র প্রেম

খোপার রজনীগন্ধায় যেন জেগে উঠল রবীন্দ্র প্রেম

পদ্মাপারের মেয়ে সুস্মিতা দে। বাড়ি বরিশাল। পড়াশোনা বাংলাদেশের ন্যাশনাল ইউনিভার্সিটিতে ইংরাজি সাহিত্যে। কবিপ্রণামের শ্রদ্ধায় খোপায় রজনীগন্ধা লাগিয়ে বদলে ফেললেন ফেসবুকের কবার পিকস। আবার নিজের নামের আগে লিখে দেন 'রবীন্দ্রজয়ন্তী'।

সতীশ চন্দ্র মেমোরিয়াল স্কুল, চাকদহ

রবীন্দ্র জয়ন্তী উপলক্ষ্যে স্কুলের মেয়েদের নিয়ে এক প্রভাতী অনুষ্ঠানের আয়োজন করেছিল এই স্কুল। তারই ভিডিও স্কুল কর্তৃপক্ষ পরে তাদের ফেসবুকে পেজে আপলোড করে।

মুক্তি সংঘের কবিপ্রণাম

শিয়ালদহের বৈঠকখানা বাজারের কাছেই বুদ্ধু ওস্তাগর লেন। এই এলাকার মুক্তি সংঘও এদিন আয়োজন করেছিল কবিপ্রণামের। তারই কিছু মুহূর্ত তারা আপলোড করেছে তাদের ফেসবুক পেজে।

রাজীব প্রিয়ঙ্কা নন্দী

ফেসবুক-এ দিগবেড়িয়া ফুল প্রাইমারি স্কুলের কবিপ্রণামের কিছু মুহূর্ত আপলোড করেছেন প্রিয়ঙ্কা।

আরামবাগের ক্ষুদেদের কবিপ্রণাম

কিডজি আরামবাগেও এদিন আয়োজন করা হয়েছিল রবীন্দ্র জয়ন্তী। রবীন্দ্রসঙ্গীতের তালে তালে পা মেলাল ক্ষুদেদের দল। সেই ভিডিও আপলোড করা হয় ফেসবুকে।

মহাজাতি সদনে কবি প্রণাম

মহাজাতি সদনে কবি প্রণাম

২৫শে বৈশাখ উপলক্ষ্যে মহাজাতি সদনেও আয়োজন কবিপ্রণাম অনুষ্ঠানের। তারই কিছু মুহূর্তে ফেসবুকে আপলোড করেন জয়ন্ত দত্ত।

আইআইটি পাটনা

আইআইটি পাটনাও এদিন মেতেছিল কবিপ্রণামে। ছিল নৃত্যানুষ্ঠানও। পরে অনুষ্ঠানের ভিডিও আপলোড করা হয় ফেসবুকে।

রামকৃষ্ণ সারদা সদন

কবিপ্রণামে একগুচ্ছ অনুষ্ঠানের আয়োজন করেছিল এরা। যারমধ্যে অন্যতম ছিল এই শোভাযাত্রা।

আগরতলাও মাতল কবিপ্রণামের ছন্দে

কিডজি আগরতলার শিক্ষিকারাও এদিন স্কুলের ক্ষুদে ছাত্র-ছাত্রীদের সামনে গাইলেন রবীন্দ্রসঙ্গীত। সেই ভিডিও আপলোড হল সোশ্যাল মিডিয়ায়।

গান্ধী ময়দানের জমজমাট অনুষ্ঠান

মলয় সাহা নামে এক ব্যক্তি গান্ধী ময়দানের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন।

আবির ইসলামের শান্তিনিকেতনের ছবি

সকাল থেকে দিনভর নানা অনুষ্ঠানে মেতেছিল রবীন্দ্রনাথের শান্তিনিকেতন। বিশ্বভারতীর ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকাদের এই অনুষ্ঠানের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন আবির।

জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি

জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি

ঐন্দিলা চট্টোপাধ্যায় ফেসবুকে পোস্ট করেছেন জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কবিপ্রণামের কিছু ছবি।

কসবা তিলোত্তমা প্রাইমারি স্কুল

অন্যদের মতো এরাঁ এদিন মেতেছিল কবি প্রণামে। তারই কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাজেশ রায়।

English summary
People are widely celebrated 25 Baishakh. Chief Minister Mamata Banerjee along with many more people including some little students have shown their respect to Kabiguru.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X