For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একমাত্র বামপন্থী তিনিই! কাকে নিয়ে বললেন মমতা, জানলে অবাক হবেন

রাজ্যে বুদ্ধদেব ভট্টাচার্যকেই একমাত্র বামপন্থী মনে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একমাত্র ওঁরই আদর্শ রয়েছে। মন্তব্য করেছেন মমতা।

  • |
Google Oneindia Bengali News

রাজ্যে বুদ্ধদেব ভট্টাচার্যকেই একমাত্র বামপন্থী মনে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একমাত্র ওঁরই আদর্শ রয়েছে। মন্তব্য করেছেন মমতা।

একমাত্র বামপন্থী তিনিই! কাকে নিয়ে বললেন মমতা, জানলে অবাক হবেন

বাংলায় যে কজন নিজেদের বামপন্থী বলে মনে করেন, তাঁদের মধ্যে বুদ্ধদেব ভট্টাচার্য ছাড়া আরও কাউকে বামপন্থী বলে মনে করেন না তিনি। একটি বৈদ্যুতিন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে তাঁর যতই ঝগড়া থাক, একমাত্র ওঁরই একটা আদর্শ আছে বলে মন্তব্য করেছেন। এর আগে জ্যোতি বসুরও আদর্শ ছিল বলে মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সিঙ্গুর-নন্দীগ্রাম পর্বে মূলত বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গেই লড়াই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিভিন্ন ঘটনায় বুদ্ধদেব ভট্টাচার্যকে সরাসরি খুনি বলে অভিযুক্ত করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই মুহূর্তে তাঁর মনোভাবের পরিবর্তন হয়েছে।

অন্যদিকে, সিপিএম সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, দলটাকে বিক্রি করে দিয়েছে। না আছে আদর্শ, না আছে পরিকল্পনা।

অসুস্থ হওয়ার পর থেকে ফ্ল্যাট বন্দি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। একাধিকবার দেখতেও গিয়েছেন মুখ্যমন্ত্রী। ফ্ল্যাটের ভগ্ন দশা অবস্থা জানার পর তা সারানোর বন্দোবস্তও করা হয়েছে মুখ্যমন্ত্রীর উদ্যোগে।

নয়ের দশকের শুরুতে এক ধর্ষিতা মূক ও বধির মহিলার জন্য রাইটার্সে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ঘরের সামনে ধর্না দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় টেনে হিচড়ে তাঁকে বের করে দেওয়া হয়েছিল। যতদিন জ্যোতি বসু ক্ষমতায় ছিলেন, ততদিন সেরকম ভাল কথা জ্যোতি বসু সম্পর্কে বলতে শোনা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবে সিঙ্গুর-নন্দীগ্রাম পর্বে একাধিকবার জ্যোতি বসুর সঙ্গে দেখা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুদ্ধদেব ভট্টাচার্যের সম্পর্কে করেছিলেন নানা অভিযোগ। সেই সময়ে জ্যোতি বসুর আদর্শের প্রশংসা করেছিলেন তিনি।

English summary
Mamata Banerjee opens up about Buddhadeb Bhattacharya in before Panchayat Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X