For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাজল মোদী বিরোধী জোটের বাদ্যি, নবান্নে মমতা-ওমর বৈঠকে রাহুলকে বিশেষ বার্তা

নবান্নে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ বৈঠকের পর অবিজেপি জোট গঠনের বার্তা দিলেন কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ওমর আবদুল্লা।

Google Oneindia Bengali News

নবান্নে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ বৈঠকের পর অবিজেপি জোট গঠনের বার্তা দিলেন কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ওমর আবদুল্লা। তিনি বলেন, কে নেতা হবেন, কে প্রধানমন্ত্রী হবেন, জোটের নাম কী হবে সেটা বড় কথা নয়, জোট গঠন করে বিজেপিকে হারানোই গুরুত্বপূর্ণ বলে জানালেন ন্যাশনাল কনফারেন্স নেতা।

বাজল মোদী বিরোধী জোটের বাদ্যি, নবান্নে মমতা-ওমর বৈঠকে রাহুলকে বিশেষ বার্তা

এদিন বাংলা সফরে এসে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন ওমর আবদুল্লা। এর আগে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও-ও এসেছিলেন নবান্নে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর বৈঠক হয়েছিল। তিনিও ফেডারেল ফ্রন্টের দাবি তুলেছিলেন। এবার ওমর আবদুল্লা এসে বিজেপি বিরোধী ঐক্যের বার্তা দিলেন।

সম্প্রতি রাহুল গান্ধী জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বা মায়াবতীর মতো কাউকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করা হলে তাঁর কোনও আপত্তি নেই। তিনি তাঁদের নেতৃত্বে লড়াই করতে রাজি। রাহুল বলেন, তাঁর কাছে প্রধানমন্ত্রীর পদ নয়, দেশের শাসন থেকে বিজেপিকে হটানোই মূল উদ্দেশ্য। তিনি সেই কারণে বিজেপি-বিরোধী জোটকে সার্বিক করার বার্তা দেন।

এদিন ওমর আবদুল্লা বলেন, কে প্রধানমন্ত্রী হবেন, কে জোটের মুখ হবেন, সেটা বড় কথা নয়। বড় কথা হল বিজেপিকে হারাতে বিরোধী ঐক্য গড়ে তোলা। সেটা করতে গেলে কে নেতা হবেন, সেসব ভাবনা দূর করতে হবে। সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে।

[আরও পড়ুন: প্রাথমিক টেটের ১১ বিভ্রান্তি, মামলার ফাঁস-মুক্ত করতে অভিনব পন্থা নিল হাইকোর্ট ][আরও পড়ুন: প্রাথমিক টেটের ১১ বিভ্রান্তি, মামলার ফাঁস-মুক্ত করতে অভিনব পন্থা নিল হাইকোর্ট ]

মমতা বন্দ্যোপাধ্যায়ও এদিন বলেন, এখনও প্রধানমন্ত্রী কে হবেন, তা নিয়ে চর্চা করার সময় নয়। ভোট মেটার পরেও সেটা করা যেতে পারে। এখন জরুরি বিজেপি বিরোধী জোট গড়ে, তাঁকে সঠিক পথে চালনা করা। আমরা কেউ কারও নেতা নই। সবাইকে একই মঞ্চে এসে এই লড়াই চালাতে হবে। ভোট পরবর্তী পরিস্থিতিতে আমরা আলোচনার মাধ্যমে জোটের নেতা ঠিক করতে পারি।

[আরও পড়ুন: নব্য-আদি দ্বন্দ্ব মেটাতে আসরে মমতা, সভাপতিকে ধমক দিয়ে গড়লেন পৃথক কমিটি][আরও পড়ুন: নব্য-আদি দ্বন্দ্ব মেটাতে আসরে মমতা, সভাপতিকে ধমক দিয়ে গড়লেন পৃথক কমিটি]

English summary
Mamata Banerjee and Omar Abdullah meet for alliance meeting at Nabanna. They gives message to Rahul Gandhi regarding the post of prime minister,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X