For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২১ জুলাইয়ের সভা! কেন্দ্রে বিজেপি ও রাজ্যে বিরোধীদের কী বার্তা, অপেক্ষায় দল

সারা বছরে কলকাতায় তৃণমূল সর্ববৃহৎ সমাবেশ বলতে ২১ জুলাইয়ের সমাবেশ। সেই সমাবেশ থেকে নানান রাজনৈতিক বার্তা দেন তৃণমূল নেত্রী।

  • |
Google Oneindia Bengali News

সারা বছরে কলকাতায় তৃণমূল সর্ববৃহৎ সমাবেশ বলতে ২১ জুলাইয়ের সমাবেশ। সেই সমাবেশ থেকে নানান রাজনৈতিক বার্তা দেন তৃণমূল নেত্রী। পরবর্তী লোকসভা নির্বাচনের আগে এটায় শেষ ২১ জুলাই। ফলে এই সমাবেশ থেকে তৃণমূল নেত্রী যে বড় রাজনৈতিক বার্তা দেবেন তা ধরেই নিয়েছেন দলীয় কর্মী সমর্থকরা।

১৯৯৩-এর ২১ জুলাই

১৯৯৩-এর ২১ জুলাই

১৯৯৩-এর ২১ জুলাই পুলিশের গুলিতে ১৩ যুব কংগ্রেস কর্মীর মৃত্যু হয়েছিল। এর পরবর্তী সময় থেকে প্রতিবছরেই দিনটিকে শহিদ দিবস হিসেবে পালন করে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মেদিনীপুরে মোদীর অভিযোগ

মেদিনীপুরে মোদীর অভিযোগ

তৃণমূল সূত্রে খবর, পরবর্তী লোকসভা নির্বাচনের স্ট্যাটেজি ঠিক করে দিতে পারেন এই সমাবেশ থেকে। মেদিনীপুরের সভা থেকে যেসব অভিযোগ নরেন্দ্র মোদী করেছিলেন, তার সব জবাব দলীয় নেত্রী দেবেন বলেই অনুমান করছেন, নেতা থেকে কর্মী-সমর্থক সবাই।

লোকসভায় প্রধানমন্ত্রী

লোকসভায় প্রধানমন্ত্রী

লোকসভা শুক্রবার অনাস্থ প্রস্তাব থাকলেও তাকে বিশেষ আমল দিতে চাননি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাংসদদের সেখানে থাকার নির্দেশ দিলেও সবারই মন পড়ে ছিল কলকাতায়।

মমতার বার্তার অপেক্ষায়

মমতার বার্তার অপেক্ষায়

একাধিক বিষয় নিয়ে এদিনের সভা থেকে বার্তা দিতে পারেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলেজে কলেজে যে তোলাবাজি চলছে, তাতে ছাত্র নেতাদের জড়িয়ে পড়ার ঘটনা একেবারেই মেনে নিতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন কলেজে এলাকার নেতারা যে জড়িয়ে পড়েছেন সেই খবরও রয়েছে তৃণমূল নেত্রীর কাছে। সেই বিষয়েও কোনও বার্তা দিতে পারেন বলে আশা করছেন তৃণমূলের একাংশ।

যুব তৃণমূল কংগ্রেসকে তৃণমূল কংগ্রেসের শাখা হিসেবে কাজ করতে নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই নির্দেশের পরেও বহু জায়গাতে বিরোধী রয়েই গিয়েছে। সংঘর্ষের ঘটনাও ঘটেছে। সেই বিষয়েও বার্তা দিতে পারেন তৃণমূল নেত্রী।

ক্ষমতায় আসার পর থেকে প্রায় প্রতিবারের ২১ জুলাইয়ের সভায় কেউ না কেউ দলবদল করেন। এবারের সমাবেশে মালদা, মুর্শিদাবাদ থেকে বিরোধী বিধায়কদের কেউ যোগ দেন কিনা, এখন তারই অপেক্ষায়।

English summary
Mamata Banerjee Likely To Announce Strategy For Lok Sabha Polls on Saturday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X