For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেরলে আটকে পড়াদের নিয়ে উদ্বিগ্ন নবান্ন! পাশে থাকার বার্তা মমতার

প্রবল বন্যায় ক্ষতিগ্রস্ত কেরলবাসীর পাশে থাকার বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সকালে বিষয়টি নিয়ে টুইটও করেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

প্রবল বন্যায় ক্ষতিগ্রস্ত কেরলবাসীর পাশে থাকার বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সকালে বিষয়টি নিয়ে টুইটও করেন তিনি। এদিকে বন্যা বিধ্বস্ত কেরলে আটকে পড়া রাজ্যের বাসিন্দাদের নিয়ে উদ্বিগ্ন নবান্ন। রাজ্যের মুখ্যসচিব মলয় দে বিষয়টি নিয়ে সেখানকার প্রশাসনের সঙ্গে কথা বলেছেন বলে জানা গিয়েছে।

কেরলে আটকে পড়াদের নিয়ে উদ্বিগ্ন নবান্ন! পাশে থাকার বার্তা মমতার

প্রত্যেক কেরলবাসীর পাশে আছি। তাঁদের জন্য প্রার্থনাও করছি। যে সব পরিবারের বন্যায় তাঁদের ভালবাসার মানুষজনকে হারিয়েছেন, তাঁদের প্রতি সমবেদনা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

প্রবল বন্যায় কেরলে মৃত্যুর সংখ্যা ৩৫০-এর কাছে। দক্ষিণের ওই রাজ্যে গিয়ে আটকে পড়েছেন এই রাজ্যের বহু বাসিন্দা। প্রতিবছরই শ্রমিকের কাজ নিয়ে মুর্শিদাবাদ, মালদার মতো জেলা থেকে বহু মানুষ যান সেখানে। সেইসব উদ্বিগ্ন পরিবারের তরফে রাজ্য সরকারের কাছে আটকে পড়াদের ফেরাতে আবেদন জানানো হয়েছিল। জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তাঁরা কথা বলেছিলেন রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে।

কেরলে আটকে পড়াদের উদ্ধারে তৎপর নবান্ন কথা বলেছে কেরলের প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে। নবান্ন সূত্রে খবর রাজ্যের একটি বিপর্যয় মোকাবিলা দলকে প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে তাঁদের কেরলে পাঠানো হতে পারে।

English summary
Mamata Banerjee is worried about flood situation in Kerala
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X