For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি বিরোধী মঞ্চে জোর ধাক্কা মমতার, রাজ্যের সমীকরণে আমন্ত্রণ ফেরাল সিপিআই

তৃণমূলের আমন্ত্রণ ফিরিয়ে দিল সিপিআই। বিজেপি বিরোধী দলকে ব্রিগেডের মঞ্চে একজোট করার পরিকল্পনা প্রথমের ধাক্কা খেল।

  • |
Google Oneindia Bengali News

তৃণমূলের আমন্ত্রণ ফিরিয়ে দিল সিপিআই। বিজেপি বিরোধী দলকে ব্রিগেডের মঞ্চে একজোট করার পরিকল্পনা প্রথমের ধাক্কা খেল। শুক্রবার সিপিআইয়ের মহাসচিব এস সুধাকর জানান, পশ্চিমবঙ্গে সিপিআইয়ের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সম্পর্ক বিশ্লেষণ করে তাঁরা ব্রিগেডের সভায় যোগদান করছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণ তাঁরা গ্রহণ করতে অপারগ।

বিজেপি বিরোধী মঞ্চ গড়ায় ধাক্কা মমতার, ফিরল আমন্ত্রণ

উল্লেখ্য, ১৯ জানুয়ারি তৃণমূলের ব্রিগেড সমাবেশ। সেই সমাবেশে তিনি বিজেপি বিরোধী সমস্ত দলকে এনে বিজেপির বিদায় ঘণ্টা বাজানোর বার্তা দেবেন বলে জানিয়েছিলেন। কিন্তু রাজ্যের সমীকরণের কথা ভেবে সিপিআই প্রথমেই আমন্ত্রণ ফিরিয়ে দিল। অন্য বাম দলগুলিও একই বাহানার ব্রিগেড এড়িয়ে যাবে বলে মত রাজনৈতিক মহলের।

সুধাকর রেড্ডির কথায়, পশ্চিমবঙ্গে বামফ্রন্টের সঙ্গে শাসক দলের সম্পর্ক সাপে-নেউলে। যতই মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধী মঞ্চে সবাইকে এক করার চেষ্টা করুন, রাজ্যের সমীকরণ এক্ষেত্রে বড় ফ্যাক্টর। কেন্দ্র ও রাজ্যের সমীকরণ আলাদা। তাই রাজ্যে তারা তৃণমূলের সঙ্গে এক মঞ্চে যেতে পারেন না।

বিজেপি বিরোধী মঞ্চ গড়ায় ধাক্কা মমতার, ফিরল আমন্ত্রণ

উল্লেখ্য, এই মর্মে কংগ্রেস কী করবে, তাও তাৎপর্যপূর্ণষ কারণ প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র কয়েকদিন আগে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করে ব্রিগেডে নেতৃত্বের হাজিন না হওয়ার জন্য সওয়াল করেন। যাতে কোনও প্রতিনিধি মমতার ব্রিগেড সমাবেশ না পাঠানো হয়, অনুরোধ করেন সোমেন। কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে সবাই এককাট্টা হলেও রাজ্যে তারা তৃণমূলের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায় না।

English summary
Mamata Banerjee is in trouble to build anti-BJP alliance in Brigade. CPI refuses the invitation of Trinamool Congress.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X