For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীকে পিছনে ফেলে জনপ্রিয়তায় এক নম্বরে মমতা! কোন অঙ্কে সম্ভব হল এই অসম্ভব

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফের টেক্কা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার জনপ্রিয়তার বিচারে মোদীকে পিছনে ফেলে দিলেন তিনি। লোকসভা ভোটের আগে এই জনপ্রিয়তা মাপার যুদ্ধে অ্যাডভান্টেজ পেয়ে গেলেন বাংলার মুখ্য

  • |
Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফের টেক্কা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার জনপ্রিয়তার বিচারে মোদীকে পিছনে ফেলে দিলেন তিনি। লোকসভা ভোটের আগে এই জনপ্রিয়তা মাপার যুদ্ধে অ্যাডভান্টেজ পেয়ে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী। যা নিয়ে লোকসভার প্রচারে ঝড় তুলতেও পারে তৃণমূল কংগ্রেস। হাতিয়ার করতে পারে কংগ্রেসও।

মোদীকে পিছনে ফেলে জনপ্রিয়তায় এক নম্বরে মমতা! কোন অঙ্কে সম্ভব হল এই অসম্ভব

কিন্তু কোন অঙ্কে তা সম্ভব হল, সেই প্রশ্ন উঠে পড়াই স্বাভাবিক। তার কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যাঁর বিস্তার ভারতজুড়ে। তারপর বিজেপি সর্বভারতীয় পার্টি। সেখানে তৃণমূল কংগ্রেস নামে সর্বভারতীয় হলেও তাঁর মূলত বিস্তার বাংলায়। আর সেই তৃণমূলের সর্বাধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিই কি না টেক্কা দিয়ে দিলেন মোদীকে।

আসলে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট সাফাই করতে গিয়েই উঠে এসেছে চমকপ্রদ এই তথ্য। টুইটার যে তথ্য সামনে এনেছে, তাতে জনপ্রিয়তায় এক নম্বরে উঠে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক নেতাদের মধ্যে সবার উপরে বিরাজ করছেন তিনি। টুইটার সম্প্রতি নরেন্দ্র মোদী, অমিত শাহ থেকে শুরু করে রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে সাফাই অভিযান চালায়।

সেই অভিযানের বেরিয়ে আসে, প্রধানমন্ত্রীকে অনুসরণ করছে এমন ভুয়ো অ্যাকাউন্টের সংখ্যা প্রায় তিন লক্ষ। সেইসমস্ত ভুয়ো অ্যাকাউন্ট সঙ্গে সঙ্গে ছেঁটে ফেলা হয়েছে। আর এই নিরিখে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুসরণ করছে এমন ভুয়ো অ্যাকাউন্টের সংখ্যা মাত্র ১০ হাজার। শুধু মোদীই নন. এই ব্যাপারে নজর কেড়েছে প্রধানমন্ত্রীর দফতরও। প্রধানমন্ত্রীর দফতরের ভুয়ো ফলোয়ারের সংখ্যাও প্রায় দেড় লক্ষ।

টুইটার যে পরিসংখ্যান সামনে এনেছে, সেখানে ভুয়ো ফলোয়ার বাদ পড়েছে সবথেকে বেশি প্রধানমন্ত্রীর। আর সবথেকে কম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরই রয়েছেন রাহুব গান্ধী। তাঁর ভুয়ো ফলোয়ার মাত্র ১৭ হাজার। তবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ভুয়ো ফলোয়ার প্রায় লক্ষ ছুঁয়েছে।

মোদীকে পিছনে ফেলে জনপ্রিয়তায় এক নম্বরে মমতা

এক নজরে দেখে নেওয়া যাক কার ভুয়ো ফলোয়ার কত?

  • নরেন্দ্র মোদী ২ লক্ষ ৮৪ হাজার ৭৪৬
  • শশী থারুর ১ লক্ষ ৫১ হাজার ৫০৯
  • পিএমও ১ লক্ষ ৪০ হাজার ৬৩৫
  • অরবিন্দ কেজরিওয়াল ৯১ হাজার ৫৫৫
  • সুষমা স্বরাজ ৭৪ হাজার ১৩২
  • অমিত শাহ ৩৩ হাজার ৩৬৩
  • রাহুল গান্ধী ১৭ হাজার ৫০৫
  • মমতা বন্দ্যোপাধ্যায় ১০ হাজার ০৩৩

এই পরিসংখ্যান আসন্ন লোকসভা ভোটের আগে একটা অস্ত্র বিরোধীদের কাছে। যেখানে মোদী-শাহদের ভুয়ো ফলোয়ারের সংখ্যা আকাশ ছোঁয়া, সেখানে মমতা-রাহুলদের ভুয়ো ফলোয়ার যৎসামান্য। আর এই বিচারে এখন মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে টেক্কা দিয়ে শিখরে অবস্থান করছেন।

[আরও পড়ুন: প্রচারে নামতেই ফের পাটকেল পড়ল খোদ মুখ্যমন্ত্রীর বাসে, মধ্যপ্রদেশে 'হাওয়া গরম' টের পাচ্ছে বিজেপি][আরও পড়ুন: প্রচারে নামতেই ফের পাটকেল পড়ল খোদ মুখ্যমন্ত্রীর বাসে, মধ্যপ্রদেশে 'হাওয়া গরম' টের পাচ্ছে বিজেপি]

[আরও পড়ুন: রাজ্যসভায় বাধা! তিন তালাককে আইনে পরিণত করতে নয়া পদক্ষেপ মোদী সরকারের][আরও পড়ুন: রাজ্যসভায় বাধা! তিন তালাককে আইনে পরিণত করতে নয়া পদক্ষেপ মোদী সরকারের]

[আরও পড়ুন: আসন্ন ভোটে 'নতুন মডেল'-এ কিস্তিমাত! স্পষ্ট করে দিলেন বীরভূমের কেষ্ট][আরও পড়ুন: আসন্ন ভোটে 'নতুন মডেল'-এ কিস্তিমাত! স্পষ্ট করে দিলেন বীরভূমের কেষ্ট]

English summary
Mamata Banerjee is the number one to defeat Narendra Modi. Bengal CM claims first position on popularity in Social Media and leaves Narendra Modi and others in behind.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X