For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীকে হারিয়ে দিলেন মমতা, দেশ-সেরা মুখ্যমন্ত্রীর তকমা বাংলার অগ্নিকন্যার নামের পাশে

বিজেপি শাসিত ১৩ রাজ্যের মুখ্যমন্ত্রীকে হারিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেরা মুখ্যমন্ত্রীর তকমা ছিনিয়ে নেওয়া দেশের রাজনীতিতে বিশেষ তাৎপর্যপূর্ণ।

Google Oneindia Bengali News

বাংলার জন্য সেরার স্বীকৃতি ছিনিয়ে এনেছিলেন বিশ্বের দরবার থেকে। এবার তিনিই হলেন সেরার সেরা। দেশের সেরা মুখ্যমন্ত্রী হিসেবে উঠে এল তাঁর নাম। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। দেশ-সেরা মুখ্যমন্ত্রীর তকমা এখন তাঁর নামের পাশে। তাবড় মুখ্যমন্ত্রীদের হারিয়ে বাংলার অগ্নিকন্যাই এখন অগ্রগন্যা বর্তমান ভারতে।

[আরও পড়ুন:পটনায় মহাজোটের সভায় একমাত্র তারকা মমতা][আরও পড়ুন:পটনায় মহাজোটের সভায় একমাত্র তারকা মমতা]

সম্প্রতি দেশজুড়ে সমীক্ষা চালিয়েছিল জাতীয় এক সংবাদসংস্থা ও এক সমীক্ষাসংস্থা। 'মুড অফ দ্য নেশন' নামে ওই সমীক্ষায় সেরা নির্বাচিত হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। মোদী দেশের সেরা রাজনীতিবিদের তকমা পেয়েছেন। দেশের মানুষের সমর্থন এখনও তার সঙ্গেই রয়েছে। তবে বিজেপি শাসিত ১৩ রাজ্যের মুখ্যমন্ত্রীকে হারিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেরা মুখ্যমন্ত্রীর তকমা ছিনিয়ে নেওয়া দেশের রাজনীতিতে বিশেষ তাৎপর্যপূর্ণ।

মোদীকে হারিয়ে দিলেন মমতা, দেশ-সেরা মুখ্যমন্ত্রীর তকমা বাংলার অগ্নিকন্যার নামের পাশে

শুধু রাজনীতিবদদের নিয়েই নয়, ক্রীড়া ও রূপোলি জগৎ নিয়েও এই সমীক্ষা চালানো হয়েছিল। সেরা ক্রীড়া ব্যক্তিত্ব হয়েছেন বিরাট কোহলি। এখনও বলিউড সেরা নির্বাচিত হয়েছে বিগ বি অমিতাভ বচ্চন। সলমনের জনপ্রিয়তার সঙ্গে এই বয়সেও পাল্লা দিয়ে চলেছেন অমিতাভ। ক্রীড়াবিদদের সেরার তালিকায় রয়েছেন পিভি সিন্ধু, সাইনা নেহওয়াল-রাও।

এই সমীক্ষা মোদীর ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে। কেননা বর্তমানে দেশের প্রায় অর্ধেক রাজ্যে বিজেপি-র মুখ্যমন্ত্রী। তাঁদেরকে টপকে এই মুহূর্তে দেশের রাজনীতিতে মোদীর ঘোর বিরোধী বলে পরিচিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই হয়েছেন সেরা।

রাহুল গান্ধীকে নিয়েও জনমত নেওয়া হয়েছিল। সেই জনমতের রায় কিন্তু গিয়েছে রাহুলের বিরুদ্ধে। মোদীর প্রতি জনসমর্থন বাড়লেও, রাহুলের প্রতি জনসমর্থন তাৎপর্যপূর্ণভাবে কমেছে। গান্ধী পরিবারের প্রতিও আগ্রহও কমেছে যথেষ্ট। ফলে আগামী নির্বাচনে একা রাহুল গান্ধীর পক্ষে মোদীকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া যথেষ্ট কঠিন। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কাউকেই দরকার রাহুলের পাশে।

English summary
Mamata Banerjee is ranked the best chief minister of India. She defeats 13 chief minister of BJP.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X