For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘বেস্ট বেঙ্গল’ আপনার বাড়ি, শিল্পোদ্যোগীদের বঙ্গে বসতের আন্তরিক আহ্বান মমতার

এখন লক্ষ্য এই বিপুল লগ্নি প্রস্তাবকে বাস্তবে পরিণত করা। তাহলেই গড়ে উঠবে সোনার বাংলা। আমরা বিশ্ববঙ্গ সম্মেলনে সেই সদর্থক সাড়া পেয়েছি।

  • |
Google Oneindia Bengali News

এবার লগ্নির নয়া গন্তব্যস্থল যে বাংলা, শেষদিনে ১১০টি মউ স্বাক্ষরে তা প্রমাণিত হয়েছে। সেই সূত্র ধরেই এবার আন্তরিতকতার বন্ধনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহ্বান জানালেন দেশ-বিদেশের শিল্পপতিদের। মমতা শিল্পপতিদের উদ্দেশ্যে জানিয়েছেন, 'বাংলা আপনাদের নিজেদের বাড়ি। আপনারা আবার আসবেন। যখন খুশি আসবেন। আগামী বছর বিশ্ববঙ্গ সম্মেলনে আপনাদের আসা চাই-ই। আপনারা না এলে অপূর্ণ রয়ে যাবে সম্মেলন।' উল্লেখ্য মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ঘোষণা করেন, আগামী বছর ৭-৮ ফেব্রুয়ারি বাণিজ্য সম্মেলন হবে।

‘বেস্ট বেঙ্গল’ আপনার বাড়ি, আন্তরিকতার বন্ধনে শিল্পোদ্যোগীদের বঙ্গে বসতের আহ্বান মমতার

[আরও পড়ুন:২ লক্ষ ২০ হাজার কোটির লগ্নি প্রস্তাব বাংলায়! ২০ লক্ষ কর্মসংস্থানের আশায় মমতা]

মমতা বলেন, 'আপনাদের আগমনেই এবার বাংলায় আশার আলো দেখা দিয়েছে। বাংলা 'বেস্ট বেঙ্গলে'র দিকে এগিয়ে যেতে শুরু করেছে। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে বিপুল লগ্নি প্রস্তাবে সোনার বাংলা গড়ে ওঠা স্রেফ সময়ের অপেক্ষা হবে, যদি আপনাদের ডেস্টিনেশন হয় বাংলা। আপনারা যে প্রস্তাব দিয়েছেন, তা আমি মাথায় করে রাখছি। আমার আবেদন এই প্রস্তাব আপনারা বাস্তাবায়িত করে তুলুন। আমার সরকারের পক্ষ থেকে সমস্তরকম সহযোগিতা করা হবে। কোথাও কোনও সমস্যা হবে না।'
এদিন মোট ১১০টি মউ স্বাক্ষর হয়েছে। এখন বিপুল লগ্নি প্রস্তাবকে বাস্তবে পরিণত করাই মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য। মমতা জানিয়েছেন, রাজ্যে ২০ লক্ষ কর্মসংস্থান হতে পারে শিল্পপতিদের আশ্বাসকে বাস্তবে পরিণত করতে পারলে। আশা করি আগামী পাঁচ বছরে বাংলার শিল্প পরিকাঠামোয় সাড়া ফেলবে এই প্রস্তাব।

প্রথম দিনেই বিশ্ববঙ্গ সম্মেলনের সুর বেঁধে দিয়েছিলেন রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি। সেই সুর ধরেই বুধবার শেষ হয় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। এবারের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনকে সেরার সেরা তকমা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'নতুন আশায় নতুন করে লড়াই শুরু হল।' বাংলাকে নতুন করে সাজিয়ে তোলার জন্যই সকলের সহায়তার আবেদন জানান তিনি।

সমাপ্তী ভাষণে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমরা কম কথা বলি, কাজ বেশি করি। সেইমতোই বেশি কাজ করে বাংলাকে বেস্ট বেঙ্গলের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তার সদর্থক প্রভাব যে পড়েছে, তা এবার বিশ্ববাংলা সম্মেলনই প্রমাণ করে দিয়েছে। যেমন বিপুল সাড়া পাওয়া গিয়েছে, তেমনই দেশ-বিদেশের প্রথম সারির শিল্পপতিরা বাংলায় আসার আশ্বাস দিয়েছেন। আমাদেরকে ধন্য করেছেন।'

[আরও পড়ুন:সভাপতির বিরুদ্ধে বিদ্রোহে পদত্যাগের হিড়িক বিজেপিতে, এবার কারা চললেন তৃণমূলে]

English summary
Mamata Banerjee invites industrialists to come in Bengal again for business
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X