For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৯-এর ঐতিহাসিক ব্রিগেডে চাঁদের হাট, কারা থাকছেন স্পষ্ট করলেন স্বয়ং মমতা

৪১ বছর আগের ব্রিগেড সমাবেশের রেকর্ড ভেঙে দিতে এবার চাঁদের হাট বসাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

৪১ বছর আগের ব্রিগেড সমাবেশের রেকর্ড ভেঙে দিতে এবার চাঁদের হাট বসাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে ব্রিগেড-বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, ব্রিগেডে 'বিরাট' সমাবেশে এবার মোদী বিরোধী সমস্ত দল উপস্থিত হবে। কংগ্রেস থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের আঞ্চলিক সমস্ত দলের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে এবারের ব্রিগেড হবে ঐতিহাসিক।

১৯-এর ঐতিহাসিক ব্রিগেডে কারা থাকছেন জানালেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, জ্যোতি বসুর ব্রিগেডেও অনেকে এসেছিলেন। কিন্তু তা ছাপিয়ে এবার ব্রিগেড ভেঙে দেবে পুরনো সব রেকর্ড। অন্তত ৫০ লক্ষের উপস্থিতি হবে ব্রিগেড সমাবেশে। সেই সঙ্গে মোদী বিরোধিতার এই মঞ্চে উপস্থিত থাকবেন দেশের শীর্ষসারির অন্তত ২০ জন নেতা।

উপস্থিত থাকবেন কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে, এনসিপির শারদ পাওয়ার, জেডিএসের এইচডি দেবেগৌড়া, কুমারস্বামী, আপের অরবিন্দ কেজরিওয়াল, সপার অখিলেশ যাদব, আরজেডির তেজস্বী যাদব, টিডিপির চন্দ্রবাবু নাইডু। এছাড়াও থাকবেন, ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লা, অজিত সিং, জয়ন্ত চৌধুরী, বদরুদ্দিন আজমল, স্ট্যালিন, বাবুলাল মারান্ডি, জিগনেশ মেওয়ানি, হার্দিক প্যাটেল। বিদ্রোহী বিজেপি নেতাদের মধ্যে অরুণ শৌরি, যশবন্ত সিনহা, শত্রুগ্ন সিনহা প্রমুখ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা বামেদেরও বলেছিলান। কিন্তু ওরা উপস্থিত থাকার ব্যাপারে সম্মতি প্রদান করেনি। রাজনৈতিক বাধ্য-বাধকতা থাকতে পারে অনেকেরই। তাই আমি কিছু মনে করছি না। তাঁর কথায়, এত বড় সমাবেশ হয়নি বাংলায়। এবার সব রেকর্ড ভেঙে যাবে। তবে থাকছেন না রাহুল গান্ধী বা সোনিয়া গান্ধী।

English summary
Mamata Banerjee informs who will remain present in Brigade Rally. She says the brigade of 2019 will build the record.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X