For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এয়ার স্ট্রাইক নিয়ে নয়া বিতর্ক খাড়া করে দিলেন মমতা, মোদীর ভূমিকাকে প্রশ্ন

নরেন্দ্র মোদীকে ফের নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এয়ার স্ট্রাইক নিয়ে বেশকিছু প্রশ্ন তুলে ধরেছেন তিনি।

  • By Oneindia Staff
  • |
Google Oneindia Bengali News

নরেন্দ্র মোদীকে ফের নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এয়ার স্ট্রাইক নিয়ে বেশকিছু প্রশ্ন তুলে ধরেছেন তিনি। বৃহস্পতিবার কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'এয়ার স্ট্রাইকের পর প্রধানমন্ত্রী কোনও সর্বদলীয় বৈঠক করেননি। আমরা অভিযানের বিস্তারিত তথ্য জানতে চাই। কোথায় বোমা ফেলা হয়েছে, কতজন মারা গিয়েছে'। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অবস্থানে স্বাভাবিকভাবেই নয়া বিতর্ক তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।

এয়ার স্ট্রাইক নিয়ে নয়া বিতর্ক খাড়া করে দিলেন মমতা, মোদীর ভূমিকাকে প্রশ্ন

পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় বেশকিছু প্রশ্ন নরেন্দ্র মোদীর উদ্দেশে রেখেছিলেন। যদিও, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আত্মঘাতী জঙ্গি হামলায় নিহত জওয়ানদের জন্য তাদের পরিবারকে সমবেদনা জানিয়েছিলেন। জওয়ানরা যেভাবে দেশের জন্য আত্মবলিদান দিয়েছেন তাকেও সম্মান জানিয়েছিলেন মমতা। কিন্তু, তাঁর প্রশ্ন ছিল ২৫০০ জওয়ানের কনভয়-কে কেন একটা ঢিলেঢোলা নিরাপত্তার বলয়ে এক স্থান থেকে অন্য স্থানে সরানো হচ্ছিল? কেন জওয়ানদের এয়ার লিফট করা হল না? এই নিয়েও প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। পুলওয়ামায় সন্ত্রাসের ঘটনার জন্য গোয়েন্দা ইনটেলিজেন্স-এর দিকেই আঙুল তুলেছিলেন মমতা। তাঁর মতে ইনটেলিজেন্স কেন ব্যর্থ হল তা খুঁজে বের করাটা দরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন সব প্রশ্নে স্বাভাবিকভাবেই রাজনৈতিক বিতর্ক তৈরি হয়। এমনকী মুখ্যমন্ত্রীকে সোশ্যাল মিডিয়াতেও অনেকে বিদ্রুপের শিকার করে।

সপ্তাহ দেড়েক আগের সেই ঘটনার পর এবার মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এয়ার স্ট্রাইক নিয়ে প্রশ্ন তুলেছেন তাতে আরও বিতর্ক খাঁড়া হতে চলেছে বলে মনে করা হচ্ছে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় এয়ার স্ট্রাইকে পাক ভূখণ্ডে নিহত জঙ্গি এবং জঙ্গি ক্যাম্প ধ্বংসের শক্তিশালী প্রমাণ চেয়েছেন। তিনি প্রধানমন্ত্রী-কে উদ্দেশ্য করে বলেছেন, 'আমি বিদেশি কিছু কাগজ পড়ে জানতে পারলাম এদের মধ্যে কেউ বলছে একজনও মারা যায়নি এবার কিছু মিডিয়া বলছে একজন মারা গিয়েছে। আমরা বিস্তারিতটা জানতে চাই।'

বৃহস্পতিবার তিন বাহিনীর যৌথ সাংবাদিক সম্মেলনেও এই বিষয়টি ওঠে। সেখানেও সংবাদমাধ্যম বায়ুসেনার এয়ার ভাইস মার্শালের কাছে এয়ার স্ট্রাইকে ধ্বংস হওয়া জঙ্গি ক্যাম্প এবং মৃত্যুর সঠিক হিসাবের প্রমাণ পেশের আর্জি জানায়। কিন্তু, বায়ুসেনা কর্তা জানিয়ে দেন এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের হাতে যাবতীয় প্রমাণ ও তথ্য তুলে দেওয়া হয়েছে। সরকার যখন ইচ্ছে করবে তখন তা প্রকাশ্যে নিয়ে আসবে।

English summary
Why Pm narendra Modi did not hold a All Party Meet? Now Mamata Banerjee asks the question. Even she wants to know about the death toll and the place where bomb dropped from the PM's mouth.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X