For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির অভিযোগে মান্যতা কেন্দ্রের! চার শর্তে রাজ্যের 'অঙ্গীকার'-এ কেন্দ্রীয় বরাদ্দ, দাবি শুভেন্দু অধিকারীর

প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা-র খাতে বাংলার জন্য ৫৮৪ কোটি টাকা বরাদ্দ করেছেকেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। এজন্য কেন্দ্রীয় গ্রামোন্নয়ন এবং পঞ্চায়েতিরাজ মন্ত্রী গিরিরাজ সিং ও কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রককে ধন্যবাদ

  • |
Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা-র খাতে বাংলার জন্য ৫৮৪ কোটি টাকা বরাদ্দ করেছেকেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। এজন্য কেন্দ্রীয় গ্রামোন্নয়ন এবং পঞ্চায়েতিরাজ মন্ত্রী গিরিরাজ সিং ও কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রককে ধন্যবাদ জানিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এব্যাপারে কেন্দ্র বিজেপির অভিযোগে মান্যতা দিয়েছে বলেও দাবি করেছেন তিনি।

পশ্চিমবঙ্গে তৈরি হবে ৬ হাজার কিমি রাস্তা

পশ্চিমবঙ্গে তৈরি হবে ৬ হাজার কিমি রাস্তা

বিরোধী দলনেতা জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় ও অর্থ সাহায্যে পশ্চিমবঙ্গে প্রচুর গ্রামীণ সড়ক ইতিমধ্যে তৈরি হয়েছে। তাদের আশা, ২০২৫ সালের মধ্যে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় মোট ৫৫০০ কোটি টাকা ব্যয় করে পশ্চিমবঙ্গে প্রায় ৬০০০ কিলোমিটার রাস্তা তৈরি হবে। যার প্রথম কিস্তি হিসেবে এল ৫৮৪ কোটি টাকা।

চার শর্তে কেন্দ্রীয় বরাদ্দ

এদিন বিধানসভায় সাংবাদিক সম্মেলন করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, রাজ্যকে দেওয়া চার শর্তে অর্থ বরাদ্দ করেছে গ্রামোন্নয়ন মন্ত্রক। সেগুলি হল,

  • নির্মিত রাস্তার দুপাশে সাইন বোর্ড দিতে হবে, যেখানে প্রকল্পের সঠিক নাম, এক্ষেত্রে "প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা" লিখতে হবে ও লোগো আঁকতে হবে।
  • রাস্তার উদ্বোধন স্থানীয় সাংসদকে দিয়ে করাতে হবে।
  • ভবিষ্যতে যে রাস্তা নির্মাণ হবে তার পরিকল্পনায় স্থানীয় সাংসদের অংশগ্রহণ আব্যশিক।
  • রাজ্যকে রোড সেফটি অডিট রিপোর্ট আপলোড করতে হবে। এছাড়াও সড়ক নির্মাণের সময় যাত্রী সুরক্ষা, বৃক্ষায়ন ও অন্যান্য কয়েকটি নির্দেশিকা ও রয়েছে।
রাজ্য সরকারকে কটাক্ষ

রাজ্য সরকারকে কটাক্ষ

তবে রাজ্য সরকার শর্ত কতটা পালন করবে তা নিয়ে সন্দিহান বিরোধী দলনেতা। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গের "স্টিকার" সরকার নিয়ম কতটা পালন করবে, তা নিয়ে তিনি সন্দিহান। উদাহরণ স্বরূপ তিনি একটি ছবি দিয়েছেন। দিন কয়েক আগে তমলুকের রাজাবল্লভপুর থেকে মিলন নগর পর্যন্ত যে রাস্তাটি রয়েছে, তার পাশে আগে যে সাইন বোর্ড ছিল তাতে নাম লেখা ছিল "প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা"। কিন্তু হঠাৎ করে আবার সাইন বোর্ড পরিবর্তন করে লেখা হয়েছে "বাংলা গ্রামীণ সড়ক যোজনা"।

স্টিকার লাগালেই ব্যবস্থা

বিরোধী দলনেতা জানিয়েছেন এবার কেন্দ্রীয় প্রকল্পের নামের ওপরে স্টিকার লাগালেই ব্যবস্থা নেওয়া হবে। তার জন্য তিনি নিজের ইমেল আইডি শেয়ার করেছেন। [email protected].
বাংলার সচেতন জনগণের কাছে নজরদারি "স্টিকার" সরকারের ওপর নজরদারি করার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, এই ধরনের জালিয়াতি চোখে পড়লেই, ছবি তুলে ও বিবরণ-সহ তাঁকে যেন মেল করা হয়। তিনি তা ২৪ ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রক এবং মন্ত্রীর কাছে পৌঁছে দেবেন। তাঁরাই তারপরে ব্যবস্থা নেবেন এব্যাপারে।

ইন্দোনেশিয়ায় ফের ভয়াবহ ভূমিকম্প, সুনামি নিয়ে কোন সতর্কতাইন্দোনেশিয়ায় ফের ভয়াবহ ভূমিকম্প, সুনামি নিয়ে কোন সতর্কতা

English summary
Mamata Banerjee Govt got Central grant on PMGSY four conditions, claims Suvendu Adhikari
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X