For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাস্তায় থুতু-পিক ফেলতে অভ্যস্ত! এই টাকাটা পকেটে না থাকলে বিপদ বাড়তে পারে

থুতু, পান-গুটখার পিক ফেলতে যদি অভ্যস্ত হন, তাহলে এবার থেকে সাবধান। পকেটে অন্তত হাজার পাঁচেক টাকা রেখে কাজটি করবেন।

  • |
Google Oneindia Bengali News

থুতু, পান-গুটখার পিক ফেলতে যদি অভ্যস্ত হন, তাহলে এবার থেকে সাবধান। পকেটে অন্তত হাজার পাঁচেক টাকা রেখে কাজটি করবেন। বৃহস্পতিবার পুর আইনে সংশোধনী এনেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার। জরিমানার পরিমাণ বাড়ানো হয়েছে ১০০ গুণ।

পুর আইনে সংশোধনী

পুর আইনে সংশোধনী

শহর পরিচ্ছন্ন রাখতে বিধানসভায় পুর আইনের ৩৩৮ নম্বর ধারায় সংশোধনী এনেছে রাজ্য সরকার।

জরিমানা বাড়ল ১০০ গুণ

জরিমানা বাড়ল ১০০ গুণ

সম্প্রতি দক্ষিণেশ্বরে স্কাইওয়াকের উদ্বোধনের ২৪ ঘন্টার মধ্যেই সেখানে পান-গুটখার পিকে রাঙাতে দেখা যায় কাউকে কাউকে। এই ঘটনায় ক্ষুব্ধ রাজ্য সরকার। ফলে এই কাজ করলে জরিমানা ১০০ গুণ বাড়ানো হয়েছে। সর্বনিম্ন ও সর্বোচ্চ জরিমানা যথাক্রমে ছিল ৫০ টাকা ও ৫ হাজার টাকা। এক্ষেত্রে সর্বনিম্ন জরিমানা ৫ হাজার টাকা আর সর্বোচ্চ জরিমানা এক লক্ষ টাকা করা হয়েছে।

শহর পরিচ্ছন্ন রাখতে নিদান

শহর পরিচ্ছন্ন রাখতে নিদান

দিন দুয়েক আগে পান-গুটখার পিক ফেলা বন্ধ করতে অর্থাৎ শহরের অপরিচ্ছন্নতা রুখতে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে শহরকে পরিচ্ছন্ন রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। আলোচনা হয়, যাঁরা শহরকে অপরিচ্ছন্ন করবে, তাঁদের জন্য কী ধরনের শাস্তি বিধান করা যায়।

অপরিচ্ছন্নতাই যেন অধিকার

অপরিচ্ছন্নতাই যেন অধিকার

মানুষের এমনই স্বভাব হয়ে দাঁড়িয়েছিল যে, একদিন আগে উদ্বোধন হওয়া দক্ষিণেশ্বরের স্কাই-ওয়াকও রঙিন কের তোলা হয়েছিল থুতু আর পিকে। সেই ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে ওঠে। প্রতিবাদে গর্জে ওঠে শুভবুদ্ধিসম্পন্ন মানুষ। তারপর নড়েচড়ে বসে প্রশসানও।

( ছবি সৌজন্য: ফেসবুক, পিটিআই)

English summary
Mamata Banerjee Govt changes in laws to stop spit and to build clean green city
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X