For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডিএমকে প্রধান এম করুণানিধি প্রয়াণের খবর শুনেই চেন্নাই রওনা দিলেন মমতা

ডিএমকে প্রধান এম করণানিধির অবস্থার অবনতি হয়েছে শুনেই নবান্ন থেকে সটান চেন্নাই রওনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার আগে প্রয়াত হন ডিএমকে প্রধান করুণানিধি।

Google Oneindia Bengali News

ডিএমকে প্রধান এম করণানিধির অবস্থার অবনতি হয়েছে শুনেই নবান্ন থেকে সটান চেন্নাই রওনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার আগে প্রয়াত হন ডিএমকে প্রধান করুণানিধি। আগেই তাঁর চেন্নাই যাওয়ার কথা ছিল। শেষমেশ করুণানিধির নিহত হওয়ার খবর শুনেই তড়িঘড়ি চেন্নাই রওনা দিলেন মমতা।

প্রয়াত করুণানিধি, কালবিলম্ব না করে চেন্নাই ছুটলেন মমতা

মঙ্গলবার সকাল থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের চেন্নাই রওনা নিয়ে রটনা শোনা যাচ্ছিল। এরই মধ্যে নবান্নে খবর আসে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী ডিএমকে প্রধান এম করুণানিধির অবস্থায় অত্যন্ত সংকটজনক। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন না। তাই অনতিবিলম্বে তিনি বেরিয়ে পড়েন চেন্নাইয়ের উদ্দেশ্যে।

এদিন নবান্ন থেকে বের হওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলে যান, তিনি চেন্নাই যাচ্ছেন। করুণানিধির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাঁকে দেখে তিনি বুধবারই ফিরবেন কলকাতায়। উল্লেখ্য গত ২৮ জুলাই তিনি চেন্নাইয়ের কাবেরি হাসপাতালে ভর্তি হন করুণানিধি। হাসপাতালে তাঁর পরিবারের লোক ও তাঁর অনুগামীরা সোমবার থেকেই ভিড় করতে শুরু করেছিলেন।

এরই মাঝে হাসপাতালে এসে করুণানিধির সঙ্গে দেখা করে গিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। বিশিষ্ট দক্ষিণী অভিনেতা তথা রাজনীতিক রজনীকান্তও দেখা করে গিয়েছেন করুণানিধির সঙ্গে। করুণানিধির দ্রুত আরোগ্য কামনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। কিন্তু সোমবার রাত থেকেই তাঁর অবস্থা সংকটজনক হতে শুরু করে। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন না বলেও জানা গিয়েছে।

English summary
Mamata Banerjee goes to Chennai to hear the death news of M Karunanidhi. Karunanidhi passes away at 6.10 PM on Tuesday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X