For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির বিরুদ্ধে ভুয়ো ভিডিও ছড়ানোর অভিযোগ! মুখ ফস্কাল মুখ্যমন্ত্রী মমতার

বিজেপির বিরুদ্ধে ভুয়ো ভিডিও ছড়ানোর অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন হাওড়া ময়দান থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত পদযাত্রার পর অমিত শাহের পাশাপাশি বিজেপিকে আক্রমণ করেন মমতা।

  • |
Google Oneindia Bengali News

বিজেপির বিরুদ্ধে ভুয়ো ভিডিও ছড়ানোর অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার হাওড়া ময়দান থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত পদযাত্রার পর কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের পাশাপাশি বিজেপিকে আক্রমণ করেন মমতা। সেই সময় ১৯৯৩-এ কলকাতায় পুলিশের গুলিতে ১৩ জনের মৃত্যুর কথা বলতে গিয়ে তিনি ১৯২১ সাল বলে ফেলেন।

 '১৯২১ সালে পুলিশের গুলিতে ১৩ জনের মৃত্যু'

'১৯২১ সালে পুলিশের গুলিতে ১৩ জনের মৃত্যু'

মুখ্যমন্ত্রী এদিন বলেন, সিপিএম-এর শাসনে তাঁরা নো আইডি কার্ড, নোট ভোটের দাবি তুলেছিলেন। তাঁর অভিযোগ সেই সময় সিপিএম ভোট করাতে দিত না। একেক জনের নাম থাকতো ৫০ তালিকায়। সেই সময় তিনি যুবক কংগ্রেসের আন্দোলনের কথা বলেন। তবে ১৯৯৩ সালের কথা বলতে গিয়ে মমতা বলেন, ১৯২১ সালে আমার ১৩ জন কর্মী মারা গিয়েছিল গুলিতে।

 ভুয়ো ভিডিও ছড়ানোর অভিযোগ

ভুয়ো ভিডিও ছড়ানোর অভিযোগ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে ভুয়ো ভিডিও ছড়ানোর অভিযোগ করেছেন এদিন। বলে রাখা ভাল ২০০৫ সালে তৎকালীন তৃণমূল নেত্রী সংসদে অধ্যক্ষের আসনে বসা চরণজিৎ সিং আটওয়ালের সামনে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ নিয়ে সরব হয়েছিলেন। সেই ভিডিও এখনও ফেসবুকে লাইক, শেয়ার হচ্ছে ভালই। মুখ্যমন্ত্রীর বর্তমান অবস্থানের পাশে সেই ভিডিও তুলে ধরা হচ্ছে বিভিন্ন ভাবে।

 অমিত শাহকে আক্রমণ

অমিত শাহকে আক্রমণ

ডোরিনা ক্রসিং থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহের উদ্দেশে বলেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আগুন জ্বালাবেন না। আগুন নেভান। তিনি বলেন, দয়া করে দলকে নিয়ন্ত্রণ করুন। দেশে শান্তি বজায় রাখুন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, আধার কিংবা প্যান, কোনওটাই নাগরিকত্ব প্রমাণের জন্য নয়। এপ্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন কেন আধার কার্ডের জন্য ৬ হাজার কোটি টাকা খরচ করা হল। কেন আধার এবং, প্যান তৈরি করা হল, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। কেনই বা, আধার-প্যান, আধার-ভোটার কার্ড সংযুক্তিকরণ তা নিয়ে প্রশ্ন তোলেন মমতা। তিনি বলেন, প্যান কার্ড, আধার কার্ড নেহি চলেগা তো কিয়া বিজেপিকা মাদুলি চলেগা।

শান্তি বজায় রাখতে আবেদন

শান্তি বজায় রাখতে আবেদন

প্রাথমিকভাবে নাগরিকত্ব সংশোধনী বিলের সময় আন্দোলন গণতান্ত্রিক উপায়ে শুরু হলেও বিল পাশে পরে আন্দোলন হিংসার রূপ নেয়। পশ্চিমবঙ্গে কমপক্ষে ২১ টি রেলস্টেশনে আগুন ধরিয়ে দেওয়া হয়, লুটপাট চালানো হয়। আগুন লাগানো হয় ট্রেনের একের পর এক বগিতে। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, রাগ হলে প্রতিবাদ করো, গান গাও, ছবি আঁকো। তিনি বলেন, হিংসা চান না, তাই তিনি পথে নেমেছেন। শান্তি বজায় রাখার আবেদন জানান তিনি।

English summary
Mamata Banerjee gives wrong information on 1993 messacre from Citizenship Act protest Manch. She challenges Amit shah on Citizenship act from Dorina Crossing meeting.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X