For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্বাগতম-সুস্বাগতম বীর সেনা! অভিনন্দন বর্তমানকে ‘অভিনন্দন’-বার্তা পাঠালেন মমতা

তিনদিন পাকিস্তানের মাটিতে ‘বন্দি’ থাকার পর ভারতের উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান ওয়াঘা সীমান্ত দিয়ে ফিরলেন দেশে।

Google Oneindia Bengali News

তিনদিন পাকিস্তানের মাটিতে 'বন্দি' থাকার পর ভারতের উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান ওয়াঘা সীমান্ত দিয়ে ফিরলেন দেশে। দেশের মাটিতে পা দেওয়ার মুহূর্তে অভিনন্দনকে অভিনন্দন-বার্তা পাঠালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বীর সেনানী অভিনন্দনের উদ্দেশ্যে বার্তা পাঠিয়েছেন স্বাগত অভিনন্দন বর্তমান, স্বাগত। তোমায় তোমার ঘরে স্বাগত। ওয়েলকাম হোম সুইট হোম।

স্বাগতম-সুস্বাগতম বীর সেনা! অভিনন্দন বর্তমানকে ‘অভিনন্দন’-বার্তা পাঠালেন মমতা

উল্লেখ্য, প্রায় তিনদিনের টানটান ঠান্ডা লড়াই শেষে ভারতের বীর 'যোদ্ধা'কে ঘরে ফিরিয়ে আনতে সমর্থ হল ভারত। উইং কামান্ডার অভিনন্দন পাকিস্তানের ইসলামাবাদ থেকে লাহোর হয়ে ওয়াঘা সীমান্তে পা রাখেন অভিনন্দন। দেশের ফেরার পরই অভিনন্দনের বন্যায় ভেসে যান অভিনন্দন। তাঁকে স্বাগত জানাতে সীমান্তে উপস্থিত ছিলেন অজস্র মানুষ। তাঁর বীরত্বকে সম্মান প্রদর্শ করেন তাঁরা।

এই মাহেন্দ্রক্ষণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে তাঁকে স্বাগত জানান। পাকিস্তানে ভারপ্রাপ্ত ভারতীয় রাষ্ট্রদূত গৌরব আলুওয়ালিয়া পাকিস্তানের বিদেশমন্ত্রকের যাবতীয় আনুষ্ঠানিক নিয়ম সম্পন্ন করে তাঁর দেশে ফেরার রাস্তা তৈরি করে দেন। ভারত চেয়েছিল আকাশপথে অভিনন্দনকে ফিরিয়ে আনতে। তাতে পাকিস্তান বাধ সাধলে শেষমেশ সড়কপথে ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে পৌঁছন দেশের বীর যোদ্ধা।

[আরও পড়ুন: 'বিজেপি ফের ক্ষমতায় এলে চার টুকরো হবে পাকিস্তান', বিজেপির সঙ্কল্প জানিয়ে দিলেন স্বামী][আরও পড়ুন: 'বিজেপি ফের ক্ষমতায় এলে চার টুকরো হবে পাকিস্তান', বিজেপির সঙ্কল্প জানিয়ে দিলেন স্বামী]

উল্লেখ্য, বায়ুসেনা অফিসার অভিনন্দন বর্তমান একজন যোগ্য বীরের মতো যিনি পাকিস্তানি অফিসারদের প্রশ্নবাণের চাপের মুখেও উচ্চশিরে জবাব দিয়েছেন। পাক কব্জায় প্রবল চাপের মুখেও গোপন তথ্য নিয়ে মুখ খোলেননি। এমন বীর যোদ্ধাকে বীরের সম্মান দিয়ে বরণ করে নেয় ওয়াঘা।

[আরও পড়ুন: পাকিস্তানের ভাষায় কথা বলছেন যাঁরা, মোদী তাঁদের উদ্দেশ্যে ছুড়ে দিলেন একটা প্রশ্ন ][আরও পড়ুন: পাকিস্তানের ভাষায় কথা বলছেন যাঁরা, মোদী তাঁদের উদ্দেশ্যে ছুড়ে দিলেন একটা প্রশ্ন ]

English summary
Mamata Banerjee gives welcome message on twitter to Wing Commander Abhinandan Bartaman. Mamata writes welcome Abhinandan Bartaman welcome, welcome home sweet home,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X