For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ে গাফিলতি পূর্ত দফতরের, তবে মমতার ক্লিনচিট পেলেন মন্ত্রী

মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ের জন্য পূর্ত দফতরের দিকে আঙুল তুললেও তাঁর মন্ত্রীকে ক্লিনচিট দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ের জন্য পূর্ত দফতরের দিকে আঙুল তুললেও তাঁর মন্ত্রীকে ক্লিনচিট দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মাঝেরহাট বিপর্যয়ের প্রাথমিক তদন্ত রিপোর্ট অনুযায়ী পূর্ত দফতরের গাফিলতি রয়েছে। পূর্ত দফতর সেই দায় এড়াতে পারে না। আরও সতর্ক হওয়া উচিত ছিল আধিকারিকদের।

মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ে গাফিলতি পূর্ত দফতরের, তবে মমতার ক্লিনচিট পেলেন মন্ত্রী

সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী পূর্ত দফতরকে দায়ী করার অদ্যাবধি পরেই নিজের ঘর থেকে বেরিয়ে ফের বলেন, এই ঘটনা জানতেন না মন্ত্রী। মন্ত্রীকে কোনও রিপোর্ট করা হয়নি। কোনও ফাইলও পাঠানো হয়নি। সেই কারণে সমস্যা তৈরি হয়েছে। উল্লেখ্য, এই দফতরের মন্ত্রী হলেন অরূপ বিশ্বাস। মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যের মাধমে মাঝেরহাট ব্রিজ-কাণ্ডে আড়াল করলেন অরূপকে।

উল্লেখ্য, এদিন নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, মাঝেরহাট ব্রিজ বিপর্যয় কাণ্ডে তিনি তদন্ত রিপোর্ট হাতে পেয়েছেন। এখনও তদন্ত শেষ হয়ে যায়নি, তদন্ত চলছে আরও, চলবেও। তবে এখন পর্যন্ত পাওয়া তদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ব্রিজ বিপর্যয়ের জন্য পূর্ত দফতর দায় এড়াতে পারে না।

মুখ্যমন্ত্রী বলেন, পূর্ত দফতরের গাফিলতি যেমন রয়েছে, সেইসঙ্গে মেট্রো কর্তৃপক্ষও সমান দায়ী ব্রিজ বিপর্যয়ের জন্য। কেননা মেট্রোর কাজের জন্য যে ভাইব্রেশন হয়েছে, তাতে ৫৪ বছরের পুরনো ব্রিজের ক্ষতি হয়েছে বলেই প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে। এ ব্যাপারে আরও তদন্ত করা হবে।

[আরও পড়ুন:৯ রাজ্যে নতুন এআইসিসি সচিব নিয়োগ কংগ্রেসের, বিজেপির বিরুদ্ধে কোমর বাঁধলেন রাহুল][আরও পড়ুন:৯ রাজ্যে নতুন এআইসিসি সচিব নিয়োগ কংগ্রেসের, বিজেপির বিরুদ্ধে কোমর বাঁধলেন রাহুল]

মমতার কথায়, মাঝেরহাট ব্রিজ দীর্ঘদিনের। এবং শহরের গুরুত্বপূর্ণ ব্রিজ। অনেক ভার নিতে হয়। তাই আরও রক্ষণাবেক্ষণ জরুরি ছিল। নিজের সরকারের পূর্ত দফতরের গাফিলতির বিষয়টি, তিনি কার্যত স্বীকার করে নেন। দায় স্বীকার করেও তিনি জানান, মেট্রোর কাজের জন্যও ক্ষতি হয়েছে। সেইসঙ্গে তিনি জানান, ব্রিজটি ভেঙে ফেলে নতুন ব্রিজ করা হবে। এক বছরের মধ্যেই ব্রিজের কাজ শেষ হবে।

[আরও পড়ুন:যুবতীকে মাটিতে ফেলে মারধর, দিল্লি পুলিশ কর্তার ছেলের কীর্তির ভিডিও হল ভাইরাল][আরও পড়ুন:যুবতীকে মাটিতে ফেলে মারধর, দিল্লি পুলিশ কর্তার ছেলের কীর্তির ভিডিও হল ভাইরাল]

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর মঝেরহাট ব্রিজ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ব্রিজের উপরে থাকা গাড়ি নিয়ে খালের পাশে ভেঘে পড়ে ব্রিজটি। তিনজনের মৃত্যু হয়। জখম হন জনা ২০ মানুষ। এদিন প্রিলিমিনারি ইনভেস্টিগেশন রিপোর্ট হাতে আসার পর মুখ্যমন্ত্রী বলেন, ব্রিজের বাকি অংশটাও জরুরি ভিত্তিতে ভেঙে ফেলা হবে। শুরু করা হবে নতুন ব্রিজের কাজ।

[আরও পড়ুন: ভেঙে ফেলা হবে মাঝেরহাট ব্রিজ, নতুন ব্রিজের রূপরেখা দিয়ে দায়ও মানলেন মমতা][আরও পড়ুন: ভেঙে ফেলা হবে মাঝেরহাট ব্রিজ, নতুন ব্রিজের রূপরেখা দিয়ে দায়ও মানলেন মমতা]

English summary
CM Mamata Banerjee gives clean chit to Arup Biswas on Majherhat Bridge issue. She admits the responsibility of PWD department for bridge collapse,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X