For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দায়িত্ব বাড়ল শুভেন্দুর, রাজ্যের সীমা ছাড়িয়ে মমতার সেনাপতির পাড়ি এবার ভিনরাজ্যে

শুক্রবার দলের বর্ধিত কোর কমিটির বৈঠকে ২০১৯-এর রোডম্যাপ তৈরি হয়ে গেল। সেইসঙ্গে তৃণমূল সুপ্রিমো স্পষ্ট করে দিলেন শুভেন্দুর উপর তাঁর কতখানি আস্থা।

  • |
Google Oneindia Bengali News

শুক্রবার দলের বর্ধিত কোর কমিটির বৈঠকে ২০১৯-এর রোডম্যাপ তৈরি হয়ে গেল। সেইসঙ্গে তৃণমূল সুপ্রিমো স্পষ্ট করে দিলেন শুভেন্দুর উপর তাঁর কতখানি আস্থা। ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর ছাড়াও তিন-তিনটি কঠিন জেলার দায়িত্ব সামলাচ্ছেন শুভেন্দু। এবার তাঁর সঙ্গে শুভেন্দুর ঘাড়ে চাপল দু-দুটি রাজ্যের দায়িত্ব। ডেরেক পেলেন তিন রাজ্যের দায়িত্ব।

ওড়িশার দায়িত্ব শুভেন্দু

ওড়িশার দায়িত্ব শুভেন্দু

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ভিন রাজ্যের দায়িত্বও বণ্টন করে দিলেন দলের নেতাদের মধ্যে। তার মধ্যে সবথেকে বেশি দায়িত্ব দেওয়া হল নন্দীগ্রাম আন্দোলনের নায়ক শুভেন্দু অধিকারীকে। শুভেন্দুকে তিনি দুটি রাজ্যের দায়িত্ব দিলেন। ওড়িশার দায়িত্ব একা শুভেন্দুর কাঁধে চাপানোর পাশাপাশি ঝাড়খণ্ডের দায়িত্বেও তাঁকে রাখলেন।

অরূপের সঙ্গে জুড়লেন শুভেন্দু

অরূপের সঙ্গে জুড়লেন শুভেন্দু

ঝাড়খণ্ডে অরূপ বিশ্বাসকে দায়িত্ব দিলেও মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সঙ্গে জুড়ে দিলেন শুভেন্দুর নাম। অরূপ বিশ্বাস ও শুভেন্দু উভয়ে মিলে ঝাড়খণ্ডের দায়িত্ব সামলাবেন। সাংসদ শুভেন্দু যখন থেকে বিধায়ক হয়েছেন, হয়েছেন মন্ত্রী, তখন থেকেই তাঁর উপর বর্তেছে সংগঠনের দায়িত্ব। সংগঠনটাও যে শুভেন্দু দারুন সামলান, তা প্রতিনিয়ত প্রমাণ করে চলেছেন তিনি। তাই বাড়ছে দায়িত্বও।

তিন রাজ্যের দায়িত্বে ডেরেক

তিন রাজ্যের দায়িত্বে ডেরেক

এবার ডেরেক ওব্রায়ানের দায়িত্বও বাড়ছে। রাজ্যসভার সাংসদ তথা, রাজ্যসভার দলনেতা ডেরেককে এবার একসঙ্গে তিন রাজ্যে তৃণমূলের সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। শুভেন্দুর যখন ঝাড়খণ্ড ও ওড়িশার দায়িত্ব সামলাবেন, তখন ডেরেক কাঁধে মণিপুর, নাগাল্যান্ড ও মিজোরামের দায়িত্ব। মহারাষ্ট্র দেখবেন দীনেশ ত্রিবেদী। দলকে ভালো করে সাজানোর নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নজর ভিনরাজ্যেও

নজর ভিনরাজ্যেও

মমতা বন্দ্যোপাধ্যায়ের নজর এবার ভিনরাজ্যেও। ২০১৯-এ তিনি ভিনরাজ্যেও লড়বেন, প্রার্থী দেবেন এমন ইঙ্গিতই শুধু নয়, ঘোষণাই করে দিলেন। মমতা বলেন, ওড়িশা, ঝাড়খণ্ড ও অসমে প্রার্থী দেবে তৃণমূল। ইতিমধ্যে অসমের পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে তৃণমূললের তরফে।

English summary
Mamata Banerjee gives charge of two states to Subhendu Adhikari. Subhendu gets charge of Odisha and Jharkhand before 2019 Loksabha Election,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X