For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীকে ডিজিটাল-চ্যালেঞ্জ! দিল্লি-দখলের লক্ষ্যে ৪০ হাজার ‘সেনা’ নামাচ্ছেন মমতা

বাংলার পর তৃণমূল নেত্রীর নজর এখন দিল্লিতে। মোদীকে দিল্লির কুর্সি থেকে হটানোর লক্ষ্যে এবার কোমর বাঁধছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Google Oneindia Bengali News

বাংলার পর তৃণমূল নেত্রীর নজর এখন দিল্লিতে। মোদীকে দিল্লির কুর্সি থেকে হটানোর লক্ষ্যে এবার কোমর বাঁধছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানেন, বিজেপি শাসনের অবসান ঘটাতে শক্তিশালী ডিজিটাল টিম গঠন করতে হবে। কারণ তৃণমূল মনে করে এই একমাত্র প্ল্যাটফর্মে বিজেপি তাঁদের থেকে শক্তিশালী। তাই আরও বড় ডিজিটাল টিম তৈরি করতে তৎপর মমতা।

মোদীকে ডিজিটাল-চ্যালেঞ্জ! দিল্লি-দখলের লক্ষ্যমাত্রায় ৪০ হাজার ‘সেনা’ নামাচ্ছেন মমতা

পঞ্চায়েত ভোটের আগেই ফেসবুক লাইভ শুরু করেছিল তৃণমূল। সেখানে থেকে পর্যাপ্ত সাফল্য পেয়েছে বলেই মনে করছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। এবার তাই ডিজিটাল বিপ্লব ঘটানোর শপথ নিয়েই এগোচ্ছে মমতা ব্রিগেড। লোকসভা ভোটের আগেই এই ডিজিটাল প্ল্যাটফর্মকে কাজে লাগাতে চান তিনি। তার জন্য উদ্যোগ শুরু করেছেন এখন থেকেই।

সেই উদ্যোগের প্রাথমিক পদক্ষেপ অন্তত ৪০ হাজার ডিজিটাল সহায়ক তৈরি করা। লক্ষ্যপূরণের জন্য আগামী বুধবারই অভিযান শুরু করছে তৃণমূল কংগ্রেস। এই ডিজিটাল মাধ্যমের নাম দেওয়া হয়েছে 'অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়া কনক্লেভ'। আগামী ১৫ আগস্টের মধ্যেই প্রশিক্ষণ দিয়ে তৃণমূল ডিজিটাল সেনানি নামিয়ে দিতে চাইছে ময়দানে।

এজন্য টার্গেট করা হয়েছে ছাত্র-যুবদের। তাঁদের থেকেই ২০০ জনকে বেছে নিয়ে হবে প্রশিক্ষণ। তাঁরাই হয়ে উঠবেন বিজেপির ডিজিটাল মাধ্যমকে মোকাবিলা করার জন্য মমতার হাতিয়ার। দলের কোর কমিটির বৈঠকের আগে আগামী বুধবার মৌলালি যুব কেন্দ্রে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। তৃণমূলের ডাকা কনক্লেভে প্রশিক্ষণ দিতে আসছেন আইটি বিশেষজ্ঞরা। এজন্য কগনিজেন্ট ও টিসিএসের বিশেষজ্ঞ প্রশিক্ষকদের আনা হচ্ছে। শিবিরের মূল দায়িত্ব রয়েছেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বিগত প্রায় এক বছর ধরে ৪২টি ফেসবুক পেজে প্রচারে কাজ চালাচ্ছেন তাঁরা। বিভিন্ন জেলায় তাঁদের টিম কাজ করছে। সোশ্যাল মিডিয়ার সেল তৈরি করা হচ্ছে। সেই প্রক্রিয়ায় আরও গতি বাড়াতে চাইছেন মমতা। সেই কারণেই ঘটনা করে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে ২৩টি জেলায় ৮৪ জন কাজ করছেন। এই সংখ্যাটাকে অন্তত ২০০-য় নিয়ে যেতে চাইছে তৃণমূল।

মোদীকে ডিজিটাল-চ্যালেঞ্জ! দিল্লি-দখলের লক্ষ্যমাত্রায় ৪০ হাজার ‘সেনা’ নামাচ্ছেন মমতা

এরপর এই ২০০ জন নিজের নিজের জেলায় ডিজিটাল সহায়কের দল গড়়বেন। এইভাবে ডিজিটাল সহায়ক সংখ্যা বাড়িয়ে ৪০ হাজার করার লক্ষ্য তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই কাজে তদারকি করছেন যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্দেশ দেওয়া হয়েছে নতুন হোয়াটস অ্যাপ গ্রুপ তৈরি করার, ফেসবুকে গ্রুপ পেজ তৈরি করার।

তৃণমূলের হয়ে প্রচার ও বিরোধীদের সমালোচনা করতে ইতিমধ্যেই ১০ হাজার হোয়াটস অ্যাপ গ্রুপ রয়েছে। সেই গ্রুপে গড় সদস্য সংখ্যা ২৫০। সেই নিরিখে ইতিমধ্যেই রাজ্যের ২৫ লক্ষ মানুষকে এই হোয়াটসঅ্যপ গ্রুপের আওতায় আনতে পেরেছে তৃণমূল। সোশাই মিডিয়ায় সৈনিক সংখ্যা আরও বাড়িয়ে বিজেপি বিরোধিতায় লড়াই অন্তিমে পৌঁছে দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

English summary
Mamata Banerjee gives challenge to Narendra Modi on social media war. She wants to appoint trained 40 thousands digital-‘army’ for campaigning,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X