For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী হটাতে 'তুরুপের তাস' পেলেন মমতা! লোকসভার আগে নয়া হাতিয়ার এল হাতে

বিজেপি সরকারকে চাপে ফেলার অস্ত্র পেয়ে গেল তৃণমূল কংগ্রেস। আরও স্পষ্ট করে বললে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ জানানোর ‘তুরুপের তাস’ এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে।

Google Oneindia Bengali News

বিজেপি সরকারকে চাপে ফেলার অস্ত্র পেয়ে গেল তৃণমূল কংগ্রেস। আরও স্পষ্ট করে বললে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ জানানোর 'তুরুপের তাস' এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। এর আগে উত্তরপ্রদেশে কংগ্রেস খুঁজে পেয়েছিল নকল মোদীকে। এবার বাংলা থেকে তৃণমূল কংগ্রেস খুঁজে পেল নয়া তাস। সেই অস্ত্রে শান দিয়েই মহাযুদ্ধে নামতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতার তুরুপের তাস মোদীর ভাই

মমতার তুরুপের তাস মোদীর ভাই

বিজেপি সরকারকে চাপে ফেলতে তৃণমূলের তুরুপের তাস হতে চলেছেন নরেন্দ্র মোদীর ভাই প্রহ্লাদ মোদী। তাঁকে সামনে রেখেই মহাযুদ্ধে নামবে তৃণমূল। সোমবার কলকাতার এক অনুষ্ঠান থেকেই এই অস্ত্র হাতে পেয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতোই পরিকল্পনা প্রস্তুত করতে চলেছেন তাঁরা।

মোদীর ভাইয়ের নিশানায় মোদী

মোদীর ভাইয়ের নিশানায় মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাই বর্তমানে রেশন ডিলারের সর্বভারতীয় সংগঠনের সহ সভাপতি। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন নামে ওই সংস্থার উদ্যোগে কলকাতায় এক অনুষ্ঠানে প্রহ্লাদ মোদী বলেন, দেশের রেশন ব্যবস্থাকে লাটে তুলে দেওয়ার চেষ্টা চালাচ্ছে কেন্দ্রের মোদী সরকার।

প্রহ্লাদ-ভাষ্যই তৃণমূলের অস্ত্র

প্রহ্লাদ-ভাষ্যই তৃণমূলের অস্ত্র

প্রধানমন্ত্রীর ভাইয়ের মুখে কেন্দ্রের এমন সমালোচনা শুনে কেউ কি আর হাত গুটিয়ে বসে থাকতে পারে। তৃণমূল এতবড় অস্ত্র হাতে নিয়ে বসে থাকবে না, তা স্পষ্ট। মোদীর ভাইয়ের ওই ভাষ্যকেউ তুলে ধরা হচ্ছে মোদী বিরোধী লড়াইয়ে। তৃণমূল চাইছে প্রহ্লাদকে সামনে রেখে কেন্দ্র-বিরোধী আন্দোলনকে জোরদার করতে।

ফেডারেশনের সমর্থন মমতাকে

ফেডারেশনের সমর্থন মমতাকে

অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন আবার সরাসরিই কেন্দ্র বিরোধী আন্দোলনে তৃণমূলকে সমর্থনের কথা ঘোষণা করেছে। এই সুযোগকে কাজে লাগিয়ে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকও আসরে নেমেছেন। বিজেপিকে একহাত নিয়ে তিনি আন্দোলনের বার্তা দিয়েছেন সংস্থার উদ্দেশ্যে। নেতাজি ইন্ডোরে জাতীয় আলোচনা সভার আয়োজন করতে পরামর্শ দিয়েছেন সংস্থাকে। মোদীর ভাইকে সামনে রেখে আন্দোলনের রূপরেখা তৈরি করার কথা জানান তিনি।

সংস্থার বার্তায় তৃণমূলের জয়গান

সংস্থার বার্তায় তৃণমূলের জয়গান

ফেডারেশনের সম্পাদক বিশ্বম্ভর বসু ঘোষণা করেন, মোদী সরকারকে হটাতে সরাসরি প্রচারে নামবেন তাঁরা। সারা দেশে ছড়িয়ে রয়েছেন তাঁদের সংস্থার সদস্যরা। লোকসভা ভোটে তাঁরা তৃণমূলকেই সমর্থন দেবেন। কারণ খাদ্যসাথী প্রকল্প চালু করে রাজ্যের রেশন ব্যবস্থাকে চাঙ্গা রেখেছে তৃণমূল সরকার। রেশ ডিলারদের পরিত্রাতা হয়ে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মোদীর কেন্দ্র থেকে জেহাদ শুরু মোদীর

মোদীর কেন্দ্র থেকে জেহাদ শুরু মোদীর

বুধবার নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র বারাণসী থেকে কেন্দ্রের বিরুদ্ধে ঝড় তুলবেন তাঁরা। এই সভায় উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদীর ভাই প্রহ্লাদ মোদীও। এখানেই শেষ নয়, মোদী সরকারের বিরুদ্ধে প্রতার চালানো হবে অন্য রাজ্যে গিয়েও। তেমনই রূপরেখা তৈরি হয়েছে। আন্দোলন হবে রাজধানী দিল্লিতেও।

মমতাকে গণ সংবর্ধনার পরিকল্পনা

মমতাকে গণ সংবর্ধনার পরিকল্পনা

অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে গণ-সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে খাদ্যসাথী প্রকল্প চালু করে রেশন ব্যবস্থাকে নবজীবন দিয়েছেন। রেশ ডিলারদের পরিত্রাতা হয়েছেন। সেই কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনা দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করতে চান।

সৌগত রায়ের পরামর্শ সংস্থাকে

সৌগত রায়ের পরামর্শ সংস্থাকে

সাংসদ সৌগত রায় আবার সংস্থার উদ্দেশ্য জানিয়েছেন, লোকসভার শীতকালীন অধিবেশন চলাকালীন দিল্লিতে ধরনার বন্দোবস্ত করতে। সেই ধরনায় প্রহ্লাদ মোদীকে হাজির করার পরামর্শ দিয়েছেন তিনি। সেটা হলে সকলের দৃষ্টি আকর্ষণ করা যাবে।

[আরও পড়ুন: ফের সিবিআই অফিসারের নিশানায় মোদী-ঘনিষ্ঠ আস্থানা! আবেদন সর্বোচ্চ আদালতে][আরও পড়ুন: ফের সিবিআই অফিসারের নিশানায় মোদী-ঘনিষ্ঠ আস্থানা! আবেদন সর্বোচ্চ আদালতে]

আগেও মোদী বিরোধিতা প্রহ্লাদের

আগেও মোদী বিরোধিতা প্রহ্লাদের

এবারই প্রথম নয়, প্রহ্লাদ মোদী এর আগেও দিল্লির সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন একাধিকবার। দিল্লিতে ধরনায় অংশ নিয়েছেন। কড়া ভাষায় সমালোচনা করেছেন মোদী সরকারের। তাঁর উপস্থিতিতে একাধিকবার নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সমালোচনায় সরব হয়েছেন সংস্থার সদস্যরা।

[আরও পড়ুন: ২০১৯-এর পর কেড়ে নেওয়া হবে অক্সিজেন সিলিন্ডার! কেষ্টকে আর যা হুঁশিয়ারি দিলীপের][আরও পড়ুন: ২০১৯-এর পর কেড়ে নেওয়া হবে অক্সিজেন সিলিন্ডার! কেষ্টকে আর যা হুঁশিয়ারি দিলীপের]

English summary
Mamata Banerjee gets trump card against Narendra Modi for Loksabha. She gets Narendra Modi’s brother, he attacks against Narendra Modi government,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X