নিষ্ঠুরতার সীমা নেই! উন্নাওয়ে নির্যাতিতার মৃত্যু নিয়ে প্রতিক্রিয়া মমতার
দিল্লির হাসপাতালে উন্নাওয়ের নির্যাতিতা মৃত্যু নিয়ে প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নিয়ে তিনি টুইটারের পোস্টও করেন।

নির্যাতিতার মৃত্যু দিল্লির হাসপাতালে
এদিন সকালে দিল্লির হাসপাতালে মৃত্যু হয় উন্নাওয়ের নির্যাতিতার। গণধর্ষিতা হওয়ার পর যাদের বিরুদ্ধে(সংখ্যায় ৫ জন) তিনি অভিযোগ করেছিলেন, তারাই দিন বৃহস্পতিবার তাঁর গায়ে আগুন ধরিয়ে দেয়। ৯০ শতাংশ অগ্নিদগ্ধ অবস্থায় তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি করানো হয়।
|
মমতার প্রতিক্রিয়া
এসম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, দুঃখিত। নিষ্ঠুরতার কোনও সীমাবদ্ধতা নেই।

সবাই শাস্তি পাবে, বললেন যোগী আদিত্যনাথ
ঘটনার তদন্তের জন্য উত্তর প্রদেশ সরকার ইতিমধ্যেই ফার্স্ট ট্র্যাক কোর্ট গঠন করেছেন। শনিবার সকালেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এইসঙ্গে তিনি বলেছেন, এই ঘটনার সঙ্গে যুক্ত সবাইকে শাস্তি দেওয়া হবে।
|
পরিবারের সঙ্গে সাক্ষাৎ প্রিয়ঙ্কার
এদিন নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী।