For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তুমি রবে নীরবে... প্রবাদপ্রতীম শিল্পী দ্বিজেনদা’র প্রয়াণে গভীর শোকজ্ঞাপন মমতার

রাজ্যে পরিবর্তনের পর প্রবাদপ্রতীম সঙ্গীতশিল্পী দ্বিজেন মুখোপাধ্যায় ছিলেন নতুন সরকারের সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের নিয়মিত অতিথি। তাঁর প্রয়াণে শোকবার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

  • |
Google Oneindia Bengali News

রাজ্যে পরিবর্তনের পর প্রবাদপ্রতীম সঙ্গীতশিল্পী দ্বিজেন মুখোপাধ্যায় ছিলেন নতুন সরকারের সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের নিয়মিত অতিথি। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বর্ষীয়ান শিল্পীর জীবনাবসানে গভীর শোকজ্ঞাপন করলেন। সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা পোস্ট করে শ্রদ্ধা নিবেদন করলেন শিল্পীর আত্মার প্রতি।

তুমি রবে নীরবে... প্রবাদপ্রতীম শিল্পী দ্বিজেনদা’র প্রয়াণে গভীর শোকজ্ঞাপন মমতার

দ্বিজেন মুখোপাধ্যায়ের প্রয়াণে একটা অধ্যায়ের অবসান হয়েছে বলে তিনি ব্যাখ্যা করেন। তিনি লেখেন- ব্যক্তিগতভাবে তাঁর সঙ্গে আমার সম্পর্ক ছিল চিরমধুর। সরকারি যে কোনও অনুষ্ঠানে একবার ডাকলেই তিনি আসতেন। তাঁর অশক্ত শরীর নিয়ে তিনি উপস্থিত হতেন। তাঁর জলদগম্ভীর কণ্ঠের সঙ্গীত চির অবিনশ্বর। তিনি আমাদের সকলের মনের মণিকোঠায় উজ্জ্বল হয়ে থাকবেন।

তিনি ফেসবুকে শিল্পীর ছবি দিয়ে 'তুমি রবে নীরবে' শীর্ষক শোকবার্তা প্রকাশ করেন। তিনি লেখেন- প্রায় ছয় দশক ধরে তিনি সঙ্গীত জগতকে সমৃদ্ধ করেছেন। দেড় হাজারেরও বেশি হিন্দি-বাংলা গান তিনি রেকর্ড করেছেন। তাঁর চলে যাওয়া সঙ্গীত জগতের অপূরণীয় ক্ষতি।

তাঁকে পশ্চিমবঙ্গ সরকার ২০১১ সালে ২০১১ সালে বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত করে। পরের বছর তাঁকে সঙ্গীত মহাসম্মাম প্রদান করা হয়। তিনি ২০১০ সালে তিনি পদ্মভূষণ সম্মানে ভূষিত হন। এছাড়া সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার-সহ অজস্র পুরস্কার তিনি পেয়েছেন সারা জীবনে। মমতা সবশেষে লেখেন- আমি তাঁর আত্মীয়-পরিজন ও তাঁর অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

তার আগে টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন- আমি শোকস্তব্ধ। দ্বিজেনদা আর নেই। বাংলার সঙ্গীতজগতে ইন্দ্রপতন হল। দুঃখপ্রকাশ করার ভাষা খুঁজে পাচ্ছি না। স্বজন হারানোর বেদনা অনুভব করছি। ২০১১ সালে ওনাকে আমরা বঙ্গ বিভূষণ সম্মানে ভূষিত করেছিলাম। ওনার পরিবার ও অনুরাগীদের জানাই সমবেদনা।

English summary
CM Mamata Banerjee expresses deep condolence to Veteran Singer Dwijen Mukharjee. He passes away on Monday at his own house,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X