For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির ‘বেঙ্গল-লাইন’ কাটতে মাস্টারস্ট্রোক মমতার, মিশন ২০১৯-এ 'হিন্দি' তৃণমূল

সামনে বিরাট যুদ্ধ। তার জন্য প্রস্তুতিও ভিন্ন। সেই প্রস্তুতির অঙ্গ হিসেবে পৃথক হিন্দি শাখা খুলে ফেলল তৃণমূল।

  • |
Google Oneindia Bengali News

নিছকই আঞ্চলিক দল নয় তৃণমূল। আগেই সর্বভারতীয় আখ্যা মিলেছে তৃণমূলের। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল রাজ্যের বাইরেও পা দিয়েছে আগেই। বাংলার বাইরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করা হয়ে গিয়েছে একাধিক বার। কিন্তু সামনে বিরাট যুদ্ধ। তার জন্য প্রস্তুতিও ভিন্ন। সেই প্রস্তুতির অঙ্গ হিসেবে পৃথক হিন্দি শাখা খুলে ফেলল তৃণমূল।

বিজেপির ‘বেঙ্গল-লাইন’ কাটতে মাস্টারস্ট্রোক মমতার, মিশন ২০১৯-এর লক্ষ্যে তৃণমূল

লোকসভার আগে বিজেপিকে আটকাতে তৃণমূল কংগ্রেসের এই হিন্দি সেল বললেও অত্যুক্তি হয় না। মিশন ২০১৯-এর লক্ষ্যে রাজ্যের হিন্দি ভাষী মানুষদের কাছে সহজে পৌঁছতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই গুরুদায়িত্বও বণ্টন করে দিয়েছেন। হিন্দি শাখার দায়িত্ব দেওয়া হয়েছে ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিংকে।

মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার বিহারি রাষ্ট্রীয় সমাজ নামে একটি সংগঠনের সভায় উপস্থিত ছিলেন। সেখানে মুখ্যমন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হয় বিহারি রাষ্ট্রীয় সমাজের পক্ষ থেকে। এই অনুষ্ঠানেই মমতা বন্দ্যোপাধ্যায় জানান হিন্দি শাখার কথা। তিনি আরও বলেন, দেশের হিন্দিভাষীদের জন্য আমার আলাদা ভাবাবেগ রয়েছে। আমাকে আপনারা ঘরের মেয়ে বলে মনে করবেন। এদিনই তিনি রাজ্যে একটি হিন্দি বিশ্ববিদ্যালয় খোলার কথাও ঘোষণা করেন।

[আরও পড়ুন:রহস্যজনকভাবে নিখোঁজ এইচডিএফসি-র ভাইস চেয়ারম্যান ! উদ্ধার রক্তমাখা গাড়ি][আরও পড়ুন:রহস্যজনকভাবে নিখোঁজ এইচডিএফসি-র ভাইস চেয়ারম্যান ! উদ্ধার রক্তমাখা গাড়ি]

রাজ্যে হিন্দি ভাষীদের মাধ্যমে জমি পেতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি। সেই বিজেপিকে ঠেকাতে এবার পাল্টা চাল দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে রোখার রাস্তা আটকাতে মমতা দিলেন মাস্টারস্ট্রোক। কেননা, মমতা জানেন বিজেপির বাংলায় 'এন্ট্রি'র প্রধান ফটক হিন্দিভাষী এলাকাগুলি। সেখানেই বিজেপির লাইন কাটতে হবে। তাহলেই অবরুদ্ধ হয়ে পড়বে বিজেপি।

[আরও পড়ুন:'কোথায় গেল কালো টাকা!' মোদীকে এবার তেড়ে আক্রমণ মনমোহনের ][আরও পড়ুন:'কোথায় গেল কালো টাকা!' মোদীকে এবার তেড়ে আক্রমণ মনমোহনের ]

তিনি মনে করছেন, তৃণমূলের হিন্দি সেল ভালো কাজ দেবে। রাজ্যের বেশ কিছু বিধানসভা আসনে হিন্দিভাষীরাই নির্ণায়ক ভূমিকা নিয়ে থাকেন। ফলে হিন্দি সেল খুললে সেইসব কেন্দ্রে সাধারণের কাছে পৌঁছনো যাবে অতি সহজে। বিজেপিকে মোকাবিলা করাও সহজতর হবে। ফলে লোকসভার আগে এই হিন্দি শাখা তৃণমূলের লক্ষ্যপূরণের ফলদায়ক হরবে বলে বিশ্বাস নেতৃত্বের।

[আরও পড়ুন: চারদিনে বাতিল ১৫৮টি ট্রেন! দুর্ভোগ বাড়িয়ে অবরোধে উত্তাল সোদপুর যেন রণক্ষেত্র][আরও পড়ুন: চারদিনে বাতিল ১৫৮টি ট্রেন! দুর্ভোগ বাড়িয়ে অবরোধে উত্তাল সোদপুর যেন রণক্ষেত্র]

English summary
Mamata Banerjee gives masterstroke to stop BJP in West Bengal. She announces to open hindi cell of Trinamaool Congress
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X