For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুলওয়ামা-কাণ্ডে হিংসা ছড়ানোর প্রচেষ্টা সংবিধানের পদে থাকা ব্যক্তির! নিন্দায় মুখর মুখ্যমন্ত্রী

পুলওয়ামা-কাণ্ডের পর মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়ের টুইট ঘিরে প্রবল বিতর্ক তৈরি হয়েছিল। রাজ্যপালে নাম না করেই তাঁর টুইট নিয়ে কড়া প্রতিক্রায় দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

পুলওয়ামা-কাণ্ডের পর মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়ের টুইট ঘিরে প্রবল বিতর্ক তৈরি হয়েছিল। রাজ্যপালে নাম না করেই তাঁর টুইট নিয়ে কড়া প্রতিক্রায় দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এ ধরনের টুইট আসলে হিংসা ছড়ানোর প্রয়াস। নবান্নে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর জবাব, নির্লজ্জ রাজনীতি করা হচ্ছে পুলওয়ামা-কাণ্ড নিয়ে।

পুলওয়ামা-কাণ্ডে হিংসা ছড়ানোর প্রচেষ্টা সংবিধানের পদে থাকা ব্যক্তির! নিন্দায় মুখর মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী বলেন, হিংসা ছড়ানোর ভয়ঙ্কর চেষ্টা হচ্ছে এ ধরনের টুইটের মাধ্যমে। সংবিধানের কোনও পদাধিকারীর মুখে এ ধরনের মন্তব্য একেবারেই শোভা পায় না। দেশভাগ এ ধরনের মন্তব্যকে কোনও গুরুত্ব না দেওয়ার আবেদন করেন বাংলার মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, মেঘালয়ের রাজ্যপাল তথা প্রাক্তন বিজেপি নেতা তথাগত রায় টুইট করে সমর্থন জানান কাশ্মীরবাসীদের ও কাশ্মীরের পণ্যকে বয়কটের বার্তাকে। তাঁর এই টুইট হিংসা ছড়ানোর প্রয়াস বলেই মন্তব্য করেন মমতা। তিনি বলেন, পুলওয়ামা হামলার পর কাশ্মীরিদের লক্ষ্য করে বিদ্বেষ ছড়ানো হচ্ছে। এই ধরনের বিদ্বেষে সম্প্রীতি বিনষ্ট হচ্ছে।

[আরও পড়ুন:ওরাই কি শুধু ভারতীয়, অন্যরা নয়! পুলওয়ামা-কাণ্ডে মোদীর আচরণ নিয়ে প্রশ্ন মমতার][আরও পড়ুন:ওরাই কি শুধু ভারতীয়, অন্যরা নয়! পুলওয়ামা-কাণ্ডে মোদীর আচরণ নিয়ে প্রশ্ন মমতার]

মমতা বন্দ্যোপাধ্যায় তা নিয়ে নবান্নে জরুরি বৈঠক করেছেন আগেই। তিনি পুলিশকে নির্দেশ দেন কড়া ব্যবস্থা নিতে। শুভবুদ্ধিসম্পন্ন মানুষের কাছে আর্জি জানিয়েছেন শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে, সম্প্রীতি বজায় রাখতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বিজেপি, আরএসএস, বিশ্বহিন্দু পরিষদের মতো উগ্র সংগঠনগুলি এ ধরনের বিদ্বেষ ছড়াচ্ছে। এদিন এপিডিআরের মিছিলে গেরুয়া শিবিরের হামলা নিয়েও কঠোর সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

English summary
Bengal Chief Minister Mamata Banerjee criticizes Tathagata Roy on Pulwama terror again. She says a man who is in constitutional post he tries to spread violence in his comment,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X