For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিনেমা দেখিয়ে ভোটে জিততে চান মোদী, মমতা ঝড় তুললেন সমালোচনার

পাঁচ বছর ধরে বলার মতো কোনও কাজ করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই লোকসভা ভোটের আগে সিনেমা করে প্রচার জমাতে হচ্ছে।

Google Oneindia Bengali News

পাঁচ বছর ধরে বলার মতো কোনও কাজ করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই লোকসভা ভোটের আগে সিনেমা করে প্রচার জমাতে হচ্ছে। লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর মোদীর জীবনী নিয়ে সিনেমা রিলিজ হওয়ার তীব্র সমালোচনা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মোদীকে কেন্দ্র করে যে সিনেমা বের হচ্ছে, তা রিলিজের উপযুক্ত সময় এটা নয়।

সিনেমা দেখিয়ে ভোটে জেতার চেষ্টা মোদী, জবাব মমতার

মমতার কথায়, নির্বাচনের সময় এই ধরনের সিনেমা বের না হলেই ভালো হত। যে কাউকে নিয়ে যেকোনও সময় সিনেমা তৈরি করা যেতেই পারে, তাতে আমাদের আপত্তির কিছু নেই। কিন্তু নির্বাচনের সময় এটা না হলেই ভালো। একইসঙ্গে এই ঘটনা প্রমাম করছে বিজেপির হাতে কোনও ইস্যু নেই। সিনেমার প্রদর্শনী করে জেতার শেষ চেষ্টা করছে।

বিজেপি শেষ হয়ে গিয়েছে, এক্সপায়েরি ডেট হয়ে গিয়েছে মোদী সরকারের। কিছু করেই আর ফিরে আসা যাবে না। এদিন আডবানীকে বিজেপি টিকিট না দেওয়া প্রসঙ্গেও মোদী-শাহদের সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আডবান-বাজপেয়ীরা তো এই দলটা তৈরি করেছিল। আডবানীজির জন্য আমার খারাপ লাগছে। তাঁর মতো নেতাকে হারাল সংসদ।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বয়স হয়েছে তো কি হয়েছে। আমরা সব সময় সিনিয়রদের সম্মান করি। দেবেগৌড়া, ফারুখ আব্দুল্লাহজি-রা তো ভোটে লড়াই করছেন। তাহলে আদবানীজি কেন নন? তবে এটা একেবারেই ওঁদের দলীয় ব্যাপার, কিন্তু আডবানীজির মতো নেতা সংসদে থাকবে না, এটাই খারাপ লাগার। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর ব্যাগ পরীক্ষা নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি মমতা।

English summary
Mamata Banerjee criticizes Narendra Modi for his cinema release before Lok Sabha Election. She says Modi has no word to speech of development in campaigning.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X