For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আরও একটা ‘স্ট্রাইক’ এপ্রিলে! লোকসভা ভোটের দিন ঘোষণার পর বিস্ফোরক মমতা

লোকসভার দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। একেবারে কোমর বেঁধে প্রচারে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দলই। শুরু হয়েছে প্রার্থী ঘোষণার ঢাকঢোল পেটানোও।

Google Oneindia Bengali News

লোকসভার দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। একেবারে কোমর বেঁধে প্রচারে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দলই। শুরু হয়েছে প্রার্থী ঘোষণার ঢাকঢোল পেটানোও। লোকসভার প্রার্থী ঘোষণার সেই ঢাকঢোল পিটিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় নিশানা করলেন মোদীকে। ফের সেই এয়ার স্ট্রাইক খোঁচা। মমতা বললেন, আমার কাছে খবর আছে ভোটের আগে আরও একটা স্ট্রাইক হবে।

আরও একটা ‘স্ট্রাইক’ এপ্রিলে! লোকসভা ভোটের দিন ঘোষণার পর বিস্ফোরক মমতা

এদিন প্রার্থী ঘোষণার কথা জানানোর পাশাপাশি মোদী সরকারকে একহাত নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমার কাছে খবর রয়েছে, আরও একটা স্ট্রাইক হবে। এমনকী সেই স্ট্রাইক হবে এপ্রিলেই। অর্থাৎ ভোটের আগেই স্ট্রাইক হবে। এ প্রসঙ্গে তিনি বুঝিয়ে দেন, পুলওয়ামা-কাণ্ডের পর মোদী সরকারের দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইকও ছিল ভোটের দিকে চেয়ে।

লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর সোমবার তাঁর কথায় ফের স্পষ্ট হয়ে গেল, বিজেপি সরকারের এই সার্জিক্যাল স্ট্রাইক যেমন আসন্ন লোকসভা নির্বাচনের জন্য, তেমনই আবারও একটা স্ট্রাইক করে বিজেপি ফায়দা লুঠতে চাইছে লোকসভা নির্বাচনে। মমতার কথায়, বিজেপির পিঠ ঠেকে গিয়েছে দেওয়ালে। তাই ক্ষমতায় ফেরার মরিয়া প্রচেষ্টায় বিজেপি এখন স্ট্রাইককে হাতিয়ার করছে।

[আরও পড়ুন: ৪২-এ ৪২-এর লক্ষ্যে তৃণমূলের ৪২ প্রার্থীর নাম মঙ্গলবারই, মিশন ২০১৯-এ মমতা][আরও পড়ুন: ৪২-এ ৪২-এর লক্ষ্যে তৃণমূলের ৪২ প্রার্থীর নাম মঙ্গলবারই, মিশন ২০১৯-এ মমতা]

মমতা বলেন, বিজেপি যতই চেষ্টা করুক, তারা লক্ষ্যে সফল হবে না। কেননা তাদের যাবতীয় কারচুপি ধরা পড়ে গিয়েছে। ২০১৯-এ বিজেপি ফিনিশ হবেই হবে। সেই লক্ষ্যেই মঙ্গলবারই লোকসভার প্রার্থী ঘোষণা করে দিয়ে বুধবার থেকে প্রচারে ঝাঁপিয়ে পড়তে চাইছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

[আরও পড়ুন: বিজেপিতে যোগ দিয়েই ডিগবাজি! 'মুচলেকা' দিয়ে গেরুয়া শিবির ত্যাগ মেয়রের ভাইপোর][আরও পড়ুন: বিজেপিতে যোগ দিয়েই ডিগবাজি! 'মুচলেকা' দিয়ে গেরুয়া শিবির ত্যাগ মেয়রের ভাইপোর]

সোমবার মমতা জানান, মঙ্গলবার স্টিয়ারিং কমিটি ও দলের জেলা সভাপতিদের নিয়ে বৈঠকে বসছেন তিনি। বিকেলেই ঘোষণা করে দেওয়া হবে রাজ্যের ৪২ আসনের প্রার্থীর নাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণার পর থেকেই টানটান উত্তেজনা রাজনৈতিক মহলে। কে টিকিট পাচ্ছেন, কার ঘাড়ে কোপ পড়তে চলেছে, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

[আরও পড়ুন: মুকুলের হাত থেকে বিধায়ককে রক্ষা করতে আসরে মমতা! লোকসভার লড়াই তুঙ্গে][আরও পড়ুন: মুকুলের হাত থেকে বিধায়ককে রক্ষা করতে আসরে মমতা! লোকসভার লড়াই তুঙ্গে]

English summary
Mamata Banerjee counters Narendra Modi that again air strike in April. Mamata complains BJP tries to take advantage in Lok Sabha Election 2019,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X