For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি হারবে বলে বিদ্যাসাগরের গায়ে হাত তুলেছে! মমতা দিলেন মোক্ষম জবাব

কলকাতায় অমিত শাহ রোড শো চলাকালীন বিজেপি কর্মীরা বিদ্যাসাগরের মূর্তি ভেঙে তছনছ করে দেয়। কলেজে ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

Google Oneindia Bengali News

কলকাতায় অমিত শাহ রোড শো চলাকালীন বিজেপি কর্মীরা বিদ্যাসাগরের মূর্তি ভেঙে তছনছ করে দেয়। কলেজে ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এই ঘটনায় বিজেপিকে দায়ী করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলায় মনীষীদের অপমান হলে তিনি ছেড়ে কথা বলবেন না। এদিন বিদ্যাসাগর কলেজ পরিদর্শন করে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজেপি হারবে বলে বিদ্যাসাগরের গায়ে হাত! মমতার জবাব

এদিন উত্তর কলকাতায় রোড শো ছিল বিজেপি সভাপতি অমিত শাহের। তখনই তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা বিজেপি সভাপতিকে কালো পতাকা দেখানোর কর্মসূচি নেয়। যদিও তৃণমূলের কোনও পতাকা ছিল না বিক্ষোভ কর্মসূচিতে। ঘটনার অদ্যাবধি পরেই মমতা বন্যোচিপাধ্যায় আসেন কলেজ পরিদর্শনে।

তিনি বলেন, খুবই দুঃখজনক ঘটনা। বিদ্যাসাগরের ২০০ বছরের মুর্তি ভাঙা হল তাঁর নামাঙ্কিত কলেজে। ভাঙা মুর্তি আমি নিজে কুড়িয়ে যেখানে ছিল, সেখানেই রেখে এসেছি। আগামীকাল আমার মিটিং আছে। তাই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হল। আমি সকলের কাছে অনুরোধ করব শান্তি বজায় রাখুন, শান্তি বজায় রেখে মিছিলে অংশ নিন।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি লজ্জিত, ক্ষমাপ্রার্থী, বিজেপির গুন্ডাদের জন্য মণীষীদের সম্মান দিতে পারলাম না। এটা দুঃখের। বিজেপি হারবে বলে যা ইচ্ছা তাই করছে। কোটি কোটি টাকা দিয়ে গুন্ডা নিয়ে এসে কলকাতার চারকরপাশে বসিয়ে রেখে দিয়েছে। টাকার বান্ডিল আর নোট বসিয়ে রেখেছে। যা কখনও হয়নি।

মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, সারা রাস্তায় কেন বিজেপির কাট আউট। মোদীর কাট আউট। কই আমাদের তো কোনও কাট আউট লাগাতে দেওয়া হয়নি। তাহলে নির্বাচন কমিশন কেন ওদের কাট আউট লাগাতে দিচ্ছে। এই ঘটনায় তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলেন।

মমতা আরও বলেন, আমি জীবনে এমন রাজনৈতিক দলের দাঙ্গা দেখিনি। লজ্জাজনক। বাইরে থেকে গুন্ডা আমদানি করে বিজেপি হামলা চালিয়েছে। বাইরে থেকে ভাড়া করে গুন্ডা লাগানো হয়েছে। তাঁর কথায়, অমিত শাহ ভগবানের বাবা নাকি। আমাকেও তো অনেকে বলে, আমি তো মাইন্ড করি না। তৃণমূল কংগ্রেস এসব করে না। এদিন বিজেপি যা করল, এরপর তারা নাকি দেশ চালাবে! বিদ্যাসাগরের মূর্তি ভাঙছে, বিবেকানন্দের মূর্তি ভাঙছে, এর জবাব দেবে বাংলার মানুষ।

কলকাতার পুলিশ কমিশনার বলেন, মুর্তি ভাঙা ও অগ্নিসংযোগ-ভাঙচুরের ঘটনায় ১০০-র বেশি লোককে আমরা আটক করেছি। এই ঘটনায় জড়িত কাউকে রেয়াত করা হবে না। এখন পর্যন্ত কোনও প্রেস রিলিজ দেওয়া হয়নি কলকাতা পুলিশের তরফে।

তৃণমূলের অভিযোগ, অমিত শাহের রোড শোয়ে অংশগ্রহণকারী বিজেপির লোকজনই ভাঙচুর চালায়। বিজেপির দাবি, অমিত শাহকে কালো পতাকা দেখানোর জন্য জড়ো হয়েছিল তৃণমূল কর্মী-সমর্থকরা। তখনই কলেজের ভিতর থেকে ইটবৃষ্টি শুরু করে তৃণমূল। দিলীপ ঘোষ বলেন, গুন্ডারা কলেজের ভিতরে ছিল। এই অভিযোগ উড়িয়ে তৃণমূল পরিষদের সমর্থকরা বলেন, তাঁরা কালো পতাকা দেখিয়েছেন, কিন্তু ইট ছোড়েননি।

English summary
Mamata Banerjee counters Amit Shah due to vandalize Vidyasagar statue. TMC alleges against BJP to destroy the statue.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X