For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী বিরোধিতায় একজোট হওয়ার সময় এসেছে, মমতা-চন্দ্রবাবু দিলেন একতার বার্তা

গণতান্ত্রিক বাধ্য-বাধকতায় একজোট হওয়ার সময় এসেছে। সেই আঙ্গিকেই আমরা চেষ্টা করছি সহমতের ভিত্তিতে বিজেপি বিরোধী জোট গড়ে তুলতে।

Google Oneindia Bengali News

গণতান্ত্রিক বাধ্য-বাধকতায় একজোট হওয়ার সময় এসেছে। সেই আঙ্গিকেই আমরা চেষ্টা করছি সহমতের ভিত্তিতে বিজেপি বিরোধী জোট গড়ে তুলতে। নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বলেন, আমরা জোটের লক্ষ্যে ইতিমধ্যেই আমরা অনেক দূর এগিয়েছি। এখন শুধু বাস্তব রূপ দেওয়ার অপেক্ষা।

সঠিক বিকল্প গড়ে তোলাই লক্ষ্য

চন্দ্রবাবু বলেন, দেশ গণতন্ত্র বিপন্ন। রাজনৈতিক নেতাদের শুধু সিবিআই জুজু দেখানো হচ্ছে। বিজেপি সরকার ব্যর্থ। এই অবস্থায় দেশের সুরক্ষায় সঠিক বিকল্প গড়ে তোলাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য আজ আমাদের বৈঠক সফল হয়েছে। শীতকালীন অধিবেশনের আগেই আমরা দিল্লিতে জোটের বৈঠক করব।

মহাজোটের সভা নভেম্বর থেকেই

সেইসঙ্গে চন্দ্রবাবু নাইডু বলেন, হায়দরাবাদে আমাদের মহাজোটের সভা হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ব্রিগেডের সভাতেও বিজেপি বিরোধী জোটের মহাসভা অনুষ্ঠিত হবে। সেই সভায় দেশের সমস্ত প্রদেশের নেতা-নেত্রীরা উপস্থিত থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেন ১৯ জানুয়ারি ব্রিগেড়ের সভা থেকে দেশ বদলের ডাক দেওয়া হবে।

[আরও পড়ুন: শেষ পর্বের ভোটের জন্য তৈরি ছত্তিশগড়, ভাগ্য নির্ধারণ ৭২টি আসনে][আরও পড়ুন: শেষ পর্বের ভোটের জন্য তৈরি ছত্তিশগড়, ভাগ্য নির্ধারণ ৭২টি আসনে]

মমতার সমীকরণ মেনেই জোট

মমতার সমীকরণ মেনেই জোট

এদিন মোদী বিরোধী জোট গড়ে তোলার লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ও চন্দ্রবাবু নাইডুর মধ্যে বৈঠক হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমীকরণ মেনেই বিজেপি বিরোধী জোট গড়ার কথা বলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু। জোট গঠন প্রক্রিয়ায় গতি আনতে এদিন আলোচনা ফলপ্রসূ বলে জানান দুই সুপ্রিমো।

[আরও পড়ুন:বিজেপি নেতাদের উপর হামলা, রাজ্যজুড়ে প্রতিবাদ মিছিল, পুলিশ-পার্টিকর্মী সংঘর্ষ][আরও পড়ুন:বিজেপি নেতাদের উপর হামলা, রাজ্যজুড়ে প্রতিবাদ মিছিল, পুলিশ-পার্টিকর্মী সংঘর্ষ]

ভোটের পর জোট বৈঠক

ভোটের পর জোট বৈঠক

এদিনের বৈঠক নতুন করে বুঝিয়ে দিয়েছে মোদী বিরোধী জোটের লাগাম থাকবে মমতার হাতেই। বৈঠকের আগেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, ২২ নভেম্বর দিল্লিতে বিরোধী জোটের মিটিং হচ্ছে না। সেই বৈঠক হবে ডিসেম্বরে পাঁচ রাজ্যে ভোটের পর। উল্লেখ্য, এই বৈঠকেই জোট পরিকল্পনা চূড়ান্ত হওয়ার কথা ছিল। তারপরই হায়দারাবাদে জোটের প্রথম সভা করার কথা ছিল।

[আরও পড়ুন: মমতার হাতেই মোদী বিরোধী জোটের লাগাম, চন্দ্রবাবুর সঙ্গে বৈঠকের আগেই বোঝালেন তিনি][আরও পড়ুন: মমতার হাতেই মোদী বিরোধী জোটের লাগাম, চন্দ্রবাবুর সঙ্গে বৈঠকের আগেই বোঝালেন তিনি]

English summary
Mamata Banerjee and Chandrababu gives unity message against Modi. Two CM say their meeting is successful,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X